fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

কৃষি বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কৃষি বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দেশজুড়ে কৃষক বিদ্রোহের মধ্যেই বিতর্কিত ৩ কৃষি বিলে সই করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। জানা গিয়েছে,  রবিবার রাষ্ট্রপতি কৃষি বিলগুলিকে সিলমোহর দিতেই এগুলি আইনে পরিণত হল আজ থেকে।

 

প্রসঙ্গত, শনিবার রাতেই এনডিএ-র সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে সবচেয়ে পুরনো শরিক দল শিরোমণি অকালি দল। সেই রাজনৈতিক চাপানউতোরের মাঝেই রবিবার কৃষি বিলগুলিকে স্বীকৃতি দিয়ে দিলেন রাষ্ট্রপতি। শনিবার শিরোমণি অকালি দলের কোর কমিটির বৈঠকে এনডিএ ছাড়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। দলের তরফ থেকে বিবৃতিতে জানানো হয় যে, ‘কৃষি বিলে কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য পাওয়ার বিষয়টি এখনও অনিশ্চিত। বারংবার এ বিষয়ে সংশোধনের কথা বলা হলেও বিজেপি এখনও তা করেনি।’

এদিকে কৃষি বিল ঘিরে উত্তাল দেশ। সরব বিরোধী শিবির। রাস্তায় নেমে প্রতিবাদে মুখর কৃষকরা। চিড় ধরেছে এনডিএ-তেও। কিন্তু, দমতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদের উভয় কক্ষে পাশ হওয়া কৃষি বিলের পক্ষে রবিবারও ‘মন কি বাত’ অনুষ্ঠানে জোর সওয়াল করেন প্রধানমন্ত্রী।

Related Articles

Back to top button
Close