প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিংয়ের প্রয়াণে শোকস্তব্ধ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা যশবন্ত সিংয়ের প্রয়াণে শোকস্তব্ধ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন টুইট করে তিনি তাঁর শোকজ্ঞাপন করেন। শোকবার্তায় রাষ্ট্রপতি লিখেছেন, ‘বরিষ্ঠ সেনা আধিকারিক, দক্ষ সাংসদ, অসাধারণ জননেতা এবং বুদ্ধিজীবী যশোবন্ত সিংয়ের প্রয়াণে অত্যন্ত দুঃখ পেয়েছি। ধৈর্য সহকারে কঠিন কর্তব্য পালন করে গিয়েছিলেন তিনি। তার পরিবার, বন্ধুবান্ধব এবং অনুগামীদের প্রতি সমবেদনা রইল’।
আরও পড়ুন:প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বর্ষীয়ান বিজেপি নেতা যশবন্ত সিং
The demise of veteran soldier, outstanding parliamentarian, exceptional leader and intellectual Shri Jaswant Singh is distressing. He combined many difficult roles with ease and equanimity. My heartfelt condolences to his family and friends.
— President of India (@rashtrapatibhvn) September 27, 2020
রবিবার সকাল ৬টা ৫৫ মিনিটে দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বর্ষীয়ান বিজেপি নেতা যশোবন্ত সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। ২০১৪ সালে নিজের বাড়িতেই পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। এরপর থেকে টানা ৬ বছর কোমায় ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ। তাঁর মৃত্যুতে শোকস্তদ্ধ রাজনৈতিক মহল।