fbpx
দেশহেডলাইন

সমগ্র দেশবাসীকে ছট পুজোর শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বুধবার থেকে চার-দিন ব্যাপী ছট পুজোর সূচনা হয়েছে। এদিকে শুক্রবার দেশবাসীকে ছট পুজোর হার্দিক শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রতিটি দেশবাসীর সুস্থতা ও সমৃদ্ধি কামনা করেছেন রাষ্ট্রপতি।

শুক্রবার সকালে নিজের টুইটে রাষ্ট্রপতি লিখেছেন, ‘দেশবাসীকে ছট পুজোর শুভেচ্ছা। ছট মাইয়ার আশীর্বাদে সুস্থ ও সমৃদ্ধ হোক প্রত্যেকের জীবন। এই শুভ অনুষ্ঠানে, আসুন প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সংকল্প করি এবং কোভিড-১৯ সংক্রমণের বিষয়কে মাথায় রেখে উত্‍সব উদযাপন করি।’

              আরও পড়ুনঃ বেড়েই চলেছে সংক্রমণ, কড়া লকডাউনের পথে হাঁটল অস্ট্রেলিয়া

প্রসঙ্গত, মূলত বিহার ও উত্তর প্রদেশে পালিত হয় ছট পুজো। বর্তমানে এই কথা বললে অবশ্য বড় ভুল হবে, কারণ ছট পুজো উদযাপন শুধু বিহার ও উত্তর প্রদেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। সারা দেশের বিভিন্ন সম্প্রদায় এবং ধর্মের মানুষ এখন এই উত্‍সবকে আপন করে নিয়েছেন। করোনা-পরিস্থিতিতে এ বছর বিভিন্ন রাজ্যে ছট পুজো নিয়ে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

Related Articles

Back to top button
Close