
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বুধবার থেকে চার-দিন ব্যাপী ছট পুজোর সূচনা হয়েছে। এদিকে শুক্রবার দেশবাসীকে ছট পুজোর হার্দিক শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রতিটি দেশবাসীর সুস্থতা ও সমৃদ্ধি কামনা করেছেন রাষ্ট্রপতি।
শুক্রবার সকালে নিজের টুইটে রাষ্ট্রপতি লিখেছেন, ‘দেশবাসীকে ছট পুজোর শুভেচ্ছা। ছট মাইয়ার আশীর্বাদে সুস্থ ও সমৃদ্ধ হোক প্রত্যেকের জীবন। এই শুভ অনুষ্ঠানে, আসুন প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সংকল্প করি এবং কোভিড-১৯ সংক্রমণের বিষয়কে মাথায় রেখে উত্সব উদযাপন করি।’
Greetings to fellow citizens on Chhath Puja.
May ‘Chhath Maiya’ bless all the citizens with good health and prosperity.
On this auspicious occasion, let us resolve to preserve nature and environment and celebrate the festival keeping in mind the spread of Covid-19.
— President of India (@rashtrapatibhvn) November 20, 2020
আরও পড়ুনঃ বেড়েই চলেছে সংক্রমণ, কড়া লকডাউনের পথে হাঁটল অস্ট্রেলিয়া
প্রসঙ্গত, মূলত বিহার ও উত্তর প্রদেশে পালিত হয় ছট পুজো। বর্তমানে এই কথা বললে অবশ্য বড় ভুল হবে, কারণ ছট পুজো উদযাপন শুধু বিহার ও উত্তর প্রদেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। সারা দেশের বিভিন্ন সম্প্রদায় এবং ধর্মের মানুষ এখন এই উত্সবকে আপন করে নিয়েছেন। করোনা-পরিস্থিতিতে এ বছর বিভিন্ন রাজ্যে ছট পুজো নিয়ে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।