fbpx
আন্তর্জাতিকআমেরিকাগুরুত্বপূর্ণহেডলাইন

ফসির মতো ইডিয়েটদের কথা শুনে মানুষ ক্লান্ত: ট্রাম্প

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনাকে তিনি প্রথম থেকেই মানতে চাননি। আমেরিকা যখন দাপিয়ে বেড়াচ্ছে মহামারী তখন তিনি মাছ না পড়েই ঘুরে বেড়াচ্ছিলেন কাজ করছিলেন যাবতীয়় সরকারি কাজ।  ট্রাম্পেের সুরে ট্রাম্পের সুরে সুর মিলিয়ে় বিবৃতি দিচ্ছিল হোয়াইট হাউস।‌  কিন্তু এর মধ্যেও কোভিড নীতির দিকে বারবার আঙুল তুলেছেন এক জনই। তিনি আমেরিকার শীর্ষ সরকারি বিজ্ঞানী এবং কোভিড বিশেষজ্ঞ অ্যান্টনি ফোসি।

হোয়াইট হাউসের কোভিড সংক্রান্ত টাস্ক ফোর্সের সদস্য ফোসি। বারবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেছেন। দেশবাসীকে সতর্ক করেছেন। এবার নিজের প্রচারকারী দলের সামনে সেই ফোসিকেই ‘‌ইডিয়ট’‌ বললেন ট্রাম্প। সেখানে উপস্থিত ছিল সংবাদ মাধ্যমও। ট্রাম্প বললেন, মানুষ আসলে এই করোনা নিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন।

ট্রাম্পের কথায়, ‘‌মানুষ বলছেন, যা হোক, এবার আমাদের একা ছাড়ো। ওঁরা ক্লান্ত হয়ে পড়েছে। এই ফোসি আর সব ইডিয়টদের কথা শুনে ওঁরা ক্লান্ত।’

Related Articles

Back to top button
Close