fbpx
দেশহেডলাইন

ভোট প্রার্থনায় রাজ্যে আসছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। ইতিমধ্যেই রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি-র রাষ্ট্রপতি পদ প্রার্থী দ্রৌপদী মূর্মু।  এবার ভোট প্রার্থনা করতে রাজ্যে আসছেন দ্রোপদী। আগামী ৯ জুলাই তাঁর রাজ্যে আসার কথা। তবে এই নিয়ে সরকারি তরফে কোনও নির্দেশিক জারি করা হয়নি। তবুও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে রাজ্য সফরে এসে দ্রৌপদীর বিধানসভায় যাওয়ার কথা। বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিক ভাবে সৌজন্য বিনিময় করবেন তিনি। একই সঙ্গে নির্বাচনে তাঁকে সমর্থনেরও আবেদন রাখবেন তিনি।

অনেকে দল বদল করেছেন। এরপরও বর্তমানে বিধানসভায় বিজেপি বিধায়কের সংখ্যা ৭০।

অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে প্রার্থী করেছে বিরোধী পক্ষ। যদিও বিজেপির দাবি দ্রৌপদী মুর্মুর জয় এররকম নিশ্চিত। তবে শুধু নিজেদের দলের নয়,  দ্রৌপদী মুর্মুকে জেতাতে তৃণমূল বিধায়কদের সমর্থনও চায় বিজেপি।

Related Articles

Back to top button
Close