fbpx
দেশহেডলাইন

রাষ্ট্রপতি শপথ: সাঁওতালি শাড়ি পরেই শপথ দ্রৌপদীর মুর্মুর! জোর জল্পনা

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: রাষ্ট্রপতি শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে জোর প্রস্তুতি দিল্লিজুড়ে। সোমবার, ২৫ জুলাই শপথ নেবেন দ্রোপদী মুর্মু। এনডিএ-র প্রার্থী দ্রৌপদী মুর্মু বিরোধী দলের যশবন্ত সিনহাকে হারিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন। এর মাধ্যমে মুর্মু প্রথম আদিবাসী মহিলা যিনি ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। কোবিন্দের মেয়াদ ২৪ জুলাই শেষ হচ্ছে। সেই অনুযায়ী, ২৫ জুলাই রাষ্ট্রপতি শপথ গ্রহণ অনুষ্ঠান।

ঐতিহ্যবাহী সাঁওতালি শাড়ি পরেই শপথ নিতে পারেন রাষ্ট্রপতি নির্বাচিত দ্রৌপদী মুর্মু সূত্রের খবর।

ভাতৃবধূ সুকরি টুডু ইতিমধ্যেই বিশেষ সেই শাড়ি নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। শনিবার সুকরি এবং তাঁর স্বামী তারিণীসেন টুডু রাষ্ট্রপতি শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লির উদ্দেশে রওনা দেন। সংসদ ভবনের সেন্ট্রাল হলে দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ অনুষ্ঠানের বিশেষ মুহূর্তে উপস্থিত থাকবেন তাঁরা।

দ্রৌপদীর ভ্রাতৃবধূ সুকরি টুডু জানিয়েছেন, ‘আমি দিদির জন্য এই সাঁওতালি শাড়িটি নিয়ে যাচ্ছি। আমার আবেদন,  দিদি শপথ গ্রহণের সময় যেন এই শাড়িটি পরেন। আমি ঠিক জানি না, অনুষ্ঠানের সময় তিনি কী পরবেন। নতুন রাষ্ট্রপতি কী পোশাক পরবেন,  তা রাষ্ট্রপতি ভবন ঠিক করবে।”

 

 

Related Articles

Back to top button
Close