fbpx
খেলাগুরুত্বপূর্ণদেশহেডলাইন

২০২৮ অলিম্পিকের প্রথম দশে থাকবে ভারত, আশাবাদী রাষ্ট্রপতি কোবিন্দ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: জেরে প্রথমবার জাতীয় ক্রীড়াদিবসে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমেই সম্মানিত করা হল ভারতীয় ক্রীড়াবিদদের। তবে এই মহামারী যে খেলোয়াড়দের আত্মবিশ্বাস ভাঙতে পারবে না, তেমনই বিশ্বাস রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। বরং সংক্রমণের পর ঘুরে দাঁড়িয়ে দেশ জগৎসভায় নিজেকে স্বমহিমায় প্রতিষ্ঠা করবে বলেই মনে করছেন রাষ্ট্রপতি।

আগেই ঘোষিত হয়েছিল রাজীব গান্ধী খেলরত্ন, অর্জুন, দ্রোণাচার্য–সহ সমস্ত পুরস্কার প্রাপকদের তালিকা। আর শনিবার ভার্চুয়াল অনুষ্ঠানে দেশের মুখ উজ্জ্বল করা সেই ক্রীড়াবিদদেরই সম্মানিত করলেন রাষ্ট্রপতি। যদিও করোনায় আক্রান্ত হওয়ায় উপস্থিত থাকতে পারেননি কুস্তিগীর ভিনেশ ফোগাট–সহ তিনজন। এদিন মণিকা বাত্রা, দ্যুতি চাঁদদের পুরস্কৃত করার পর দেশের সমস্ত ক্রীড়া তারকাকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘‌কোভিড–১৯ খেলার দুনিয়ায় বড় প্রভাব ফেলেছে। অলিম্পিকও পিছিয়ে গিয়েছে। তবে আমার বিশ্বাস এই মহামারী ক্রীড়াবিদদের ছন্দ কেড়ে নিতে পারবে না। খেলায় দেশের অগ্রগতি ঘটবে। ফিটনেস থেকে পারফরম্যান্স, সবদিকেই উন্নতি হয়েছে আমাদের। আশা করি, ২০২৮ অলিম্পিকে সবাই দেশের জন্য নিজের সেরাটা দেবেন। আর তাতেই আমরা বিশ্বের সেরা ১০ পদকজয়ী দেশের অন্যতম হতে পারব।’‌

Related Articles

Back to top button
Close