শরীরে চাপানো ‘প্রেস লেখা জ্যাকেট’, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু সাংবাদিকের

যুগশঙ্খ , ওয়েব ডেস্ক :জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ (৫১) গুলিতে প্রাণ হারিয়েছেন। তিনি ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ছিলেন।
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এই ঘটনাকে ইসরায়েল কর্তৃক ‘ঠাণ্ডা মাথার খুন’ আখ্যা দিয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হন শিরিন আবু আকলেহ। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হওয়ার সময় তাঁর পরনে ইংরেজিতে বড় করে ‘প্রেস’ লেখা জ্যাকেট ছিল। সাংবাদিক শিরিনকে হত্যার বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েল। তারা দাবি করেছে, ‘সম্ভবত’ অস্ত্রধারী ফিলিস্তিনিদের গুলি শিরিনের শরীরে লেগেছে। তবে প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক বলেছেন, ঘটনাস্থলে কোনও ফিলিস্তিনি অস্ত্রধারী ছিল না।
ঘটনার পর আলজাজিরা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী ঠাণ্ডা মাথায় আলজাজিরার ফিলিস্তিন প্রতিনিধিকে সাংবাদিকতার দায়িত্ব পালনকালে নির্মমভাবে খুন করেছে। ’
ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দাবি করেন, ‘সম্ভবত’ অস্ত্রধারী ফিলিস্তিনিদের গুলি তাঁর (শিরিন) শরীরে লেগেছে। আমরা যে তথ্য পাচ্ছি তাতে মনে হচ্ছে সশস্ত্র ফিলিস্তিনিরা এ সময় নির্বিচারে গুলি চালায়, যারা সাংবাদিকের দুর্ভাগ্যজনক মৃত্যুর জন্য দায়ী। ’
আল-জাজিরার শ্রোতাদর্শক ও সহকর্মী উভয়ের কাছে জনপ্রিয় ছিলেন সাংবাদিক শিরিন।