ব্রাহ্মণ পুরোহিতদের মন পেতে শাসক দলের পৌরহিত্যে ঘটা করে হচ্ছে পুরোহিত সম্মেলন

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: তৃণমূলে ভাঙন নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে । তবুও ভোট বড় বালাই ।ভরসা জনতা জনার্দন । তাই দলে ভাঙন যাই ঘটুক পুরোহিত ভোটারদের মন পেতে এখন কোন কার্পণ্য রাখছেন না পূর্ব বর্ধমানের তৃণমূল নেতৃত্ব। সেই কারণে জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় শুরু হয়েছে পুরোহিত সম্মেলন । ভাতার ও জামালপুরের পর সোমবার মেমারিতে ঘটাকরে পুরোহিত সম্মেলন অনুষ্ঠিত হল ।রাজ্যের মন্ত্রী তথা জেলার তৃণমূল সভাপতি স্বপন দেবনাথ , মেমারির বিধায়ক নার্গিস বেগম সহ অন্য তৃণমূল নেতৃত্ব সম্মেলনে উপস্থিত থাকেন ।মন্ত্রী ও বিধায়ক ৫০ জন পুরোহিতদের হাতে পুষ্পস্তব ও রামাবলি তুলে দিয়ে তাঁদের সন্মানিত করেন ।
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন , “রাজ্য সরকার সমাজের সর্বস্তরের মানুষের স্বার্থে কাজ করে চলেছে । ব্রাহ্মণ পুরোহিতদের জন্যেও সরকার মাসিক ভাতার ব্যবস্থা করেছে । ধর্ম ও রাজনীতির রং বিচার করে তৃণমূল সরকার কাজ করে না । তাই রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষজনও ইমাম ভাতা পাচ্ছেন। এছাড়াও একদিকে তৈরি হচ্ছে শ্মশান অপরদিকে ঘেরা হচ্ছে কবরস্থান। এমনকি সমস্ত রাজ্যবাসীর চিকিৎসা সুবিধর্থে ‘স্বাস্থ্যসাথী’ কার্ডের ব্যবস্থাও সরকার করেছে ।স্বপন বাবুর সাফ জবাব, সরকারের এইসব জনহীতকর কাজের মূল্যায়ন আগামীদিনে জনগনই করবে । কারণ তারই সবথেকে বড় বোদ্ধা । ”