fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অটল বিহারীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু প্রমুখ।সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি মোদি টুইট করে বলেন, ‘অটল জি-র পূণ্য তিথিতে শ্রদ্ধা। দেশের অগ্রগতিতে তাঁর প্রচেষ্টা ও কাজ ভারত সবসময় স্মরণ করবে।

আরও পড়ুন:আমি শুনেছি যে ভাইস প্রেসিডেন্ট হতে যা যা প্রয়োজন সেই যোগ্যতা কমলার নেই: ট্রাম্প

পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদি টুইট করে বলেন, ভারত রত্ন শ্রদ্ধেয় শ্রী অটল বিহারি বাজপেয়ীজি ভারতীয় সংস্কৃতি ও স্বদেশপ্রেমের জন্য আওয়াজ তুলেছিলেন। তার দীর্ঘ রাজনীতির জীবনে তিনি এক সুদক্ষ সাংগঠিক ক্ষমতার অধিকারী ছিলেন। তার কর্মদক্ষতা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে।

Related Articles

Back to top button
Close