করোনা আবহে আজ জাতিসঙ্ঘের ৭৫তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: জাতিসঙ্ঘের ৭৫তম অধিবেশনে ভার্চুয়াল সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সময় সাড়ে সন্ধ্যার সাড়ে ছ’টায় এই ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রী ভাষণে কি বলেন সেইদিকেই তাকিয়ে রয়েছে সমস্ত রাজনৈতিক মহল। জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন করোনা সম্পর্কে লড়াইয়ের কথা তুলে ধরার পাশাপাশি ভারতের ওপর চিনা আগ্রাসন নিয়ে বক্তব্য রাখতে পারেন তিনি। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত কীভাবে গরীব এবং ছোট দেশের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, ১৫০টি দেশে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে মানবিকতার ধর্ম পালন করেছে তা তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:খুনের ঘটনায় ক্ষমা চেয়ে সিওলকে বিরল চিঠি কিমের
করোনা আবহে আজ পরিস্থিতির অনেকটাই পরিবর্তন হয়েছে। তাই আজ সমস্ত সভা ভার্চুয়ালের মাধ্যমেই হয়ে থাকে। প্রতি বছর রাষ্ট্রসঙ্ঘের এই অধিবেশনে সকলের সঙ্গে সম্পর্ক বিনিময়ে যে সুযোগ থাকে তা এই বছর সম্ভব হচ্ছে না। তাই করোনার জন্য সভা ভার্চুয়ালি ছাড়া গতি নেই।