fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

‘মন কি বাত’ অনুষ্ঠানের ৬৯ পর্বে কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: অপেক্ষা আর কিছুক্ষণের। আর কয়েক ঘন্টা পরেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকাল ১১টায় এই ভাষণ শুরু হবে। প্রত্যেকবারের মতোই এবারে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসী। প্রধানমন্ত্রী মোদি ‘মন কি বাত’ ৬৯ পর্বের কথা দেশবাসীর উদ্দেশে টুইট করে জানিয়েন তিনি। তিনি টুইটারে লেখেন, ‘আগামীকাল সকাল ১১ টায় যোগদান করুন। প্রধানমন্ত্রী তিনি টুইট করে জানান, ‘মন কি বাতের সবচেয়ে বড় শক্তি হ’ল ভারত জুড়ে লোকজনের কাছ থেকে প্রাপ্ত নানান তথ্য। এই মাসের পর্বটি অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বরে।’

প্রত্যেক বারের দেশবাসীর কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ চান প্রধানমন্ত্রী। এবারেও তার ব্যক্তিক্রম হবার নয়।

আরও পড়ুন:সাইবার নিরাপত্তায় জোর! কলকাতা পুলিশের ৯টি ডিভিশনে পুজোর আগেই খুলছে সাইবার ল্যাব

এই আগে মন কি বাতে খেলনা শিল্পে দেশবাসীকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন। এমনকী খেলার প্রসঙ্গ তুলতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা উল্লেখ করেন তিনি। মোদি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যে খেলনা অসমাপ্ত, সেই খেলনাই সবচেয়ে ভালো। কারণ শিশুরা তা নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারে। কবি জানিয়েছিলেন, তাঁরা যখন ছোট ছিলেন তখন তাঁরা বাড়ির নানান সাধারণ জিনিস নিয়েই খেলতেন। শিশুদের খেলনার তুলনায় খেলার দিকেই মন ছিল বেশি। এরপর একজন শিশু একটি নতুন ধরনের সুন্দর খেলনা কিনে আনায় সবার মন খেলা ছেড়ে খেলনার দিকে চলে যায়। প্রধানমন্ত্রী বলেন, সাধারণ খেলনা দিয়ে খেলার ফলে শিশুদের মধ্যে চিন্তাশীল ভাবনার বিকাশ ঘটতে পারে।পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের ভূমিকা, শিক্ষক- ছাত্রদের মধ্যে সম্পর্কের ওপর জোর দিয়েছিলেন তিনি। করোনা আবহে দেশবাসী যেভাবে লড়াই করছে সেই মানসিকতাকে কুর্নিশ জানিয়েছিলেন তিনি।

Related Articles

Back to top button
Close