রাম মন্দিরের ভিত্তিপ্রস্তরে থাকবেন প্রধানমন্ত্রী, আমন্ত্রণ ট্রাস্টের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: তিনটি নয় এবার পাঁচটি গম্বুজে আরও জমকালো হবে রাম মন্দির। ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। শনিবার অযোধ্যায় বৈঠকে পর এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি রাম মন্দির ট্রাস্ট
এদিনের বৈঠকের পর ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পত রাই বলেন, “পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অর্থ সংগ্রহ ও সব নকশা সম্পূর্ণ হলে তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যেই রাম মন্দির তৈরি হয়ে যাবে।” জানা গিয়েছে, আগামী ৩ ও ৫ আগস্ট ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন ধার্য করা হয়েছে। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখিত দুটি তারিখের মধ্যে যেদিন প্রধানমন্ত্রী সময় করে উঠতে পারবেন সেদিনই ভূমিপূজা হবে।
উল্লেখ্য, আগেই দেশজুড়ে রাম মন্দিরের মডেলটিকে দেশজুড়ে ঘোরানো হয়েছে এবং পূজাও করা হয়েছে। এমনকী কুম্ভ মেলায় সাধু-সন্তদের মতামতও নেওয়া হয়। ইতিমধ্যে গগনচুম্বী রাম মন্দির নির্মাণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।