fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

‘মন কি বাত’ এ দেশবাসীকে পুষ্টিকর আহারের পরামর্শ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আনলক-৪ শুরু রবিবার মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন মোদি তাঁর ভাষণে বলেন, ভারত একটি বিশাল দেশ। খাদ্য ও পানীয়ে তার বহুবিধ বৈচিত্র্যে ভরপুর। আবহাওয়া অনুযায়ী বিভিন্ন স্থানে ফসল উৎপন্ন হয়। এই করোনা মোকাবিলায় স্থানীয় খাদ্যাভ্যাস এবং সেখানে উৎপাদিত খাদ্যশস্য, ফল, সবজি ইত্যাদি অনুযায়ী একটি পুষ্টিকর, নিউট্রিয়েন্ট-রিচ ডায়েট প্ল্যান তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী বিভিন্ন শস্যের কথা উল্লেখ করে বলেন, যেমন মিলেট – মোটা দানা শস্য – রাগী আছে , জোয়ার – এগুলি অত্যন্ত উপযোগী পুষ্টিকর আহার।

আরও পড়ুন: বাংলার মানুষ চাইলে দিলীপই মুখ্যমন্ত্রী, যুগশঙ্খকে বললেন মা পুষ্পলতা

পাশাপাশি তিনি জানান, একটি “ভারতীয় কৃষি কোষ” তৈরি করা হচ্ছে। এর ফলে প্রতিটি জেলায় কী কী ফসল উৎপাদিত হয়, তাদের নিউট্রিশন ভ্যালু কত – সে বিষয়ে সম্পূর্ণ তথ্য থাকবে। এটি আপনাদের সবার জন্য অত্যন্ত উপযোগী একটি সম্পদ হতে পারে। এই অবস্থায় দেশবাসীকে পুষ্টিকর খাদ্য খাওয়ার পরামর্শ দেন মোদি।

Related Articles

Back to top button
Close