কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: গুজরাটের রাজকোটে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ”এই দুর্ঘটনা অতন্ত্য দুর্ভাগ্যজনক,যারা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা রইল, প্রশাসন নিহত এবং আহতদের পাশে থাকার চেষ্টা করবে সর্বদা।”
Extremely pained by the loss of lives due to a hospital fire in Rajkot. My thoughts are with those who lost their loved ones in this unfortunate tragedy. Praying for a quick recovery of the injured. The administration is ensuring all possible assistance to those affected: PM
— PMO India (@PMOIndia) November 27, 2020
গুজরাতের রাজকোটে শুক্রবার সকালে একটি কোভিড হাসপাতালে হঠাৎই ভয়াবহ আগুন লেগে যায়। এই আগুনে মৃত্যু হয় কমপক্ষে পাঁচজনের। আহত হন আরও কয়েকজন। আহতদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে যে, গুজরাটের রাজকোট জেলার উদয় শিবানন্দ হাসপাতালের আইসিইউ বিভাগে প্রথম আগুন লাগে। পরে সেই আগুন হাসপাতালের অন্যত্র ছড়িয়ে পড়ে। এই হাসপাতালে ৩০ জন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা চলছিল। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
ঘটনার খবর পাওয়া মাত্রই দমকলের কয়েকটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছেই কাজ শুরু করে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুনানি তদন্তের নির্দেশ দিয়েছেন। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে। ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।