fbpx
দেশহেডলাইন

সবুজায়নের লক্ষ্যে ১৫০টি সবুজ বাসের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ গোটা বিশ্বেই চলছে সবুজ নিধন। এক শ্রেণীর মানুষ নির্বিচারে সবুজ নিধন করে মুনাফা লুঠতে চাইছে। ফলে বাড়ছে দূষণ। এবার ভারতে দূষণমুক্ত করার উদ্যোগ নিল মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাত ধরে উদ্বোধন করা হল ১৫০টি সবুজ বাসের। একটি পরিকাঠামো সংস্থা MEIL রবিবার জানিয়েছে, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংস্থার সহযোগী অলেক্ট্রা গ্রিনটেক লিমিটেড দ্বারা নির্মিত ১৫০ টি বাসের উদ্বোধন করেছেন ভার্চুয়ালি এই উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারস লিমিটেড (MEIL) একটি বিবৃতিতে জানিয়েছে, ভার্চুয়াল অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী বানেরে একটি বৈদ্যুতিক বাস ডিপো এবং একটি চার্জিং স্টেশনও উদ্বোধন করেনএই সংস্থা জানিয়েছে, ডিজেল বৃদ্ধি এড়াতে এবং কার্বন নির্গমন কমাতে বৈদ্যুতিক গতিশীলতাকে উৎসাহিত করার জন্য এক ভাষণে মাধ্যমে দেশবাসীর কাছে আবেদন রাখেন।

ওলেক্ট্রা গ্রিনটেক লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি) কে ভি প্রদীপ বলেছেন, “অলেক্ট্রা পুণে শহরের বর্তমান ১৫০ টি বাসের সঙ্গে আরও ১৫০টি বৈদ্যুতিক বাস যুক্ত করতে পেরে গর্বিত একটি দক্ষ বৈদ্যুতিক পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে শব্দ দূষণ এবং কার্বন নির্গমনের মাত্রা কমাতে তার প্রচেষ্টার জন্য প্রতিশ্রুতিবদ্ধ অলেক্ট্রা

বাসগুলির দৈর্ঘ্য ১২ মিটার এবং শীতাতপ নিয়ন্ত্রিত এই বাসে ৩৩ জনের বেশি বসার ক্ষমতা রয়েছে বাসে লাগানো লিথিয়ামআয়ন (লিআয়ন) ব্যাটারি এটিকে এক চার্জে প্রায় ২০০ কিলোমিটার ভ্রমণ করতে সক্ষম করে হাইপাওয়ার এসি এবং ডিসি চার্জিং সিস্টেম ব্যাটারিকে ঘণ্টার মধ্যে রিচার্জ করতে সক্ষমএছাড়াও থাকবে ইলেকট্রনিক নিয়ন্ত্রিত এয়ার সাসপেনশন, সিসিটিভি ক্যামেরা, জরুরি বোতাম।

Related Articles

Back to top button
Close