দেব দীপাবলিতে বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ মোদি, পুজো দিলেন কাশী বিশ্বনাথ মন্দিরে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেব দীপাবলিতে যোগ দিতে বারাণসী গিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন তিনি। কাশী বিশ্বনাথ মন্দিরে মন্ত্রোচ্চারণ করে পুজো দেন তিনি। এরপর আরতি করেন প্রধানমন্ত্রী।মোদির এই সফরকে ঘিরে আলোর উৎসবে সেজে উঠেছে বারাণসীর বিভিন্ন রাস্তাঘাট। কার্তিক পুর্ণিমায় বারাণসীর রাজঘাট আলোয় সেজে উঠেছে। সোমবার বারাণসীতে আসার পর প্রথমে গঙ্গাবক্ষে ক্রুজ বিহার করে ডোমারি ঘাট থেকে ললিতা ঘটে যান নরেন্দ্র মোদি। সেখান থেকেই কাশী বিশ্বনাথ মন্দিরে যান তিনি। এদিন পুরো সফরে মোদির সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আরও পড়ুন- এবার শিবসেনায় যোগ দিচ্ছেন ঊর্মিলা!
দেব দীপাবলিতে বারাণসীর রাজঘাটে বিশেষ গঙ্গা আরতির আয়োজন করা হয়। গঙ্গা নদীর দুইপাশে একসঙ্গে ১১ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে। কাশী বিশ্বনাথ মন্দিরের আশেপাশের ৫০ হাজার বর্গমিটার এলাকা সৌন্দার্যায়ন করা হচ্ছে। তা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এছাড়াও সারনাথ ঐতিহাসিক সৌধে লাইট অ্যান্ড সাউন্ড শো অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মোদির। যে শোয়ের সূচনা তিনি নিজেই নভেম্বরের গোড়ায় করে গিয়েছিলেন।