
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: আজ ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিটি সেই জায়গায় স্থাপন করা হবে যেখানে এই বছরের শুরুর দিকে ২৩ জানুয়ারি পালন করা পরাক্রম দিবসে নেতাজির হলোগ্রাম মূর্তি উন্মোচন করা হয়েছিল।
স্যালুটের ভঙ্গিমায় দাঁড়ানো নেতাজির মূর্তি তৈরি করা হয়েছে। ২৮ ফুট উচ্চতার কালো গ্রানাইটের মূর্তিটি তৈরি করেছেন মাইসোরের খোদাইকার যোগীনাথ। এর আগে তিনি কেদারনাথে শঙ্করাচার্যের মূর্তিও তৈরি করেছিলেন। ইন্ডিয়া গেটের পিছনে একটি ছত্রি তৈরি করে এতদিন হলোগ্রাম মূর্তি দেখা যেত নেতাজির। সম্প্রতিই সেই হলোগ্রাম মূর্তি সরিয়ে ফেলা হয়। ইতিমধ্যেই মূর্তিটি বসানো হয়ে গিয়েছে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মূর্তির উদ্বোধন করবেন। আজ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পেরও প্রথম ধাপের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট রাস্তাটির উদ্বোধন করা হবে। তার আগে বুধবার রাজপথের নতুন নামাঙ্করণ করা হয়েছে। আজ থেকে রাজপথের নতুন নাম হল ‘কর্তব্য পথ