দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, ‘সবাইকে দীপাবলির শুভেচ্ছা। এই উৎসব আর উজ্জ্বলতা নিয়ে আসুক সকলের জীবনে। সবাই ভালো ও সুস্থ থাকুন’।
सभी देशवासियों को दीपावली की हार्दिक मंगलकामनाएं।
Wishing everyone a Happy Diwali! May this festival further brightness and happiness. May everyone be prosperous and healthy.
— Narendra Modi (@narendramodi) November 14, 2020
প্রসঙ্গত, দীপাবলির আনন্দে মেতে উঠেছে গোটা দেশ। এবারে করোনার আবহে আনন্দে কিছুটা ভাটা পড়লেও সকলেই নিজের মতো করে উৎসব পালনে ব্যস্ত। ভূত চতুর্দশীতে আলোক মালায় সেজে উঠেছিল গোটা অযোধ্যা। তিনব্যাপি চলবে এই উৎসব। দূষণমুক্ত পরিবেশ উপহার দেওয়ার জন্য রাজ্যবাসী ধন্যবাদ জানিয়েছন যোগী আদিত্যনাথ।
আরও পড়ুন: বিদেশী ‘ক্যালিফিয়া’, ‘কোলিয়েক’, ‘কোটলিকিউ’, ‘ক্যালমা’ দেবীই কি আমাদের দেবী ‘কালী মা’?
পাশাপাশি আজ জয়শলমীরে সেনাদের সঙ্গে দীপাবলি পালন করবেন প্রধানমন্ত্রী। এদিন তিনি টুইট করে সেই বার্তা দিয়েছেন। সেইসঙ্গে সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাতে আজ দেশবাসীর কাছে প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।