আজ ‘মন কি বাত’ এ জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: প্রত্যেকবারের মতো সাপ্তাহিক রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান। শুরু হবে সকাল ১১টা নাগাদ। জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রীর ভাষণ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা দেশবাসী। আনলক-৪ এর আগে প্রধানমন্ত্রী আর কি কি বলেন, কি পরামর্শ দেন তার জন্য সকলের মধ্যেই কৌতূহল রয়েছে। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছ থেকে পরামর্শও চেয়ে থাকেন। এবারেও সেই ধারা অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।
আগের মোদির মন কি বাত রেডিও অনুষ্ঠান ছিল কারগিল বিজয় দিবসের দিন। ওই দিন প্রধানমন্ত্রী মোদি পাকিস্তানের কড়া সমালোচনা করেন। তিনি বলেছিলেন যে ভারতের বন্ধুত্বপূর্ণ প্রয়াসের জবাবে পাকিস্তান পেছন থেকে ছুরি মারার চেষ্টা করেছিল। করোনা ভাইরাস সংকট মোকাবিলায় দেশবাসীকে একযোগে লড়াই করার পরামর্শ দেওয়ার পাশাপাশি দেশবাসীর লড়াইকেও কুর্নিশ জানিয়েছিলেন। সেইসঙ্গে দেশবাসীর উদ্দেশে জানিয়েছিলেন মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলার কথা ভুললে চলবে না।
আরও পড়ুন:রাজ্যে ২৪ ঘন্টায় সুস্থ ৩৩১২, আক্রান্ত ৩০১২, মৃত ৫৩
এদিন আনলক-৪ শুরু হওয়ার আগে মোদি কি বলেন সেদিকেই তাকিয়ে আছে গোটা দেশ। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে আনলক-৪ এর নির্দেশিকা জারি করা হয়েছে।