fbpx
আন্তর্জাতিকহেডলাইন

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণে ঘটনায় শোকজ্ঞাপন প্রধানমন্ত্রী শেখ হাসিনার, আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোয় ভয়াবহ বিস্ফোরণে ঘটনায় শোকস্তব্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জানিয়েছেন, নিহতদের আত্মার শান্তি কামনা করেন তিনি। সেইসঙ্গে তিনি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন ১১ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। বাতাসের কারণে নিয়ন্ত্রণে আসতে দেরি হচ্ছে। ডিপো এলাকায় জলের স্বল্পতায় আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

সেনাবাহিনীর ১৫০-২০০ সদস্যের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে। ঘটনাস্থল থেকে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দীন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, রাত ১১টার সময় তারা আগুন লাগার খবর পায়। তখন থেকেই তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে। আজ রবিবার সকাল পৌনে ১০টায় আগুন জ্বলতে দেখা যায়।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপে অনেককে ওয়ার্ড ছাড়াও হাসপাতালের মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, আগুন লাগার পর কনটেইনারে বিস্ফোরণ হয়, সেখানে থাকা কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ সূত্র অনুসারে এখনও পর্যন্ত ২০ জনের প্রাণহানি ঘটেছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দমকলবাহিনী সূত্রে খবর, নিহত দের মধ্যে একজন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছে। আহতে সংখ্যা ছাড়িয়েছে তিন শতাধিক। শনিবার রাতে আগুন লাগার পর রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

Related Articles

Back to top button
Close