fbpx
বাংলাদেশহেডলাইন

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২০ সেপ্টেম্বর নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ১৫ সেপ্টেম্বর ব্রিটেন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ১৯ সেপ্টেম্বর অংশ নেবেন রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায়। সেখান থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২০ সেপ্টেম্বর, মঙ্গলবার যাবেন নিউইয়র্কে। আগামী ২৩ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিয়ে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনসহ নানা বিষয় উঠে আসতে পারে প্রধানমন্ত্রীর কথায়। জাতিসংঘ সাধারণ পরিষদের এ অধিবেশনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রী আরও জানিয়েছেন,  সরকারপ্রধান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী হাসিনা। বৈঠকের কথা রয়েছে জাতিসংঘ মহাসচিবের সঙ্গেও।

আগামী ১৯ সেপ্টেম্বর স্থানীয় সময় বেলা ১১টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া হবে। অন্ত্যেষ্টিক্রিয়ায় রাজপরিবারের সদস্য, রাজনীতিক ও বিশ্বনেতারা অংশ নেবেন। এরপর রানির কফিন পশ্চিম লন্ডনের উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে নিয়ে সমাহিত করা হবে।

আগামীকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের উদ্দেশ্যে দেশ ছাড়বেন সরকারপ্রধান।

 

 

 

 

Related Articles

Back to top button
Close