fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

দিল্লির ইন্ডিয়া গেটের কাছে নেতাজির মূর্তি উন্মোচন, কর্তব্য পথের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নেতাজি অখণ্ড ভারতের প্রথম প্রধান, আমাদের সিদ্ধান্তে নেতাজির আদর্শের ছাপ: মোদী

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: আজ শুভক্ষণে দিল্লির ইন্ডিয়া গেটের কাছে নেতাজির মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ধ্যা সাত নাগাদ প্রধানমন্ত্রীর কনভয় এসে পৌঁছয় দিল্লির ইন্ডিয়া গেটের সামনে। এই বিশালাকার মূর্তিটি ২৮ ফুট লম্বা। তৈরি হয়েছে গ্রানাইট পাথর দিয়ে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে যে, ২৮০ মেট্রিক টনের একটি গ্রানাইটের মোনোলিথিক ব্লক দিয়ে তৈরি হয়েছে এই মূর্তি৷ ২৬ হাজার ঘণ্টার পরিশ্রমের পর ৬৫ মেট্রিক টন ওজনের এই মূর্তি গড়ে ওঠে। অরুণ যোগীরাজের নেতৃত্বে তৈরি এই মূর্তি দিল্লির উপকণ্ঠে বিরাজমান থাকবে।

২০২২ সালের ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে,  গ্রানাইটের তৈরি নেতাজির বিরাট মূর্তি ইন্ডিয়া গেটে স্থাপন করা হবে, দেশ যে নেতাজির কাছে ঋণী এটি হবে তার প্রতীক ৷” তেলেঙ্গানার খাম্মাম থেকে ১৪০ চাকার ১০০ ফিট লম্বা ট্রাকে করে দিল্লিতে নিয়ে আসা হয় এই মূর্তি ৷ এই মূর্তির উন্মোচনের সময় বাজছিল, “কদম কদম বাড়ায়ে যা ৷”

এদিন নেতাজির মূর্তি উন্মোচনের পাশাপাশি কর্তব্য পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আজ থেকে রাজপথের নতুন নাম হল কর্তব্যপথ। প্রধানমন্ত্রী উদ্বোধনের সময় জানিয়েছেন, কর্তব্য পথে যখন দেশের মানুষ আসবে কর্তব্য পালনের অনুপ্রেরণা পাবে।

এদিন প্রধানমন্ত্রী বলেন, সকল দেশবাসীকে অভিনন্দন। নেতাজি এমন একজন নেতা ছিলেন গোটা বিশ্ব নেতাজিকে নেতা মানত। ভারতকে আধুনিক করতে চেয়েছিলেন নেতাজি। নেতাজির আদর্শে চললে দেশ আরও উন্নত হত। নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। নেতাজির বাসভবনে যাওয়ার সৌভাগ্য হয়েছিল।

মোদি বলেন, নেতাজি অখণ্ড ভারতের প্রথম প্রধান। আমাদের সিদ্ধান্তে নেতাজির আদর্শের ছাপ। লালকেল্লায় আজাদ ফৌজের সংগ্রহশালা তৈরি। আমাদের সরকারই এই কাজ করেছে। দেশের পথ প্রদর্শক ছিলেন নেতাজি। আজ কর্তব্য পথ তৈরি হয়েছে। দেশ দাসত্বের মানসিকতা থেকে মুক্ত হওয়া শুরু হয়েছে। রাজপথ ছিল দাসত্বের প্রতীক ছিল। ইংরেজ আমলের আইন বদলে দিয়েছি। আজ কর্তব্য পথ তৈরি করেছি। দাসত্বের মানসিকতা পরিবর্তনের শুরু। ২৬ জানুয়ারি শ্রমিকদের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

Related Articles

Back to top button
Close