fbpx
কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন

বৈঠক নিস্ফল, একাধিক রুট থেকে উধাও বেসরকারি বাস

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরিবহণ সঙ্কট আরও ঘোরালো হলো। শুক্রবার দুপুরে পরিবহণ দফতরের বিশেষজ্ঞ কমিটির সঙ্গে বাসমালিক সংগঠনগুলির বৈঠকৈ কোন সমাধানসূত্র বেরোয়নি। কারণ বাসমালিকদের মূল দাবি ভাড়া বৃদ্ধি নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি। উল্টে রুট আর ট্রিপ বাড়ানোর পরামর্শ দেন পরিবহণ দফতরের বিশেষজ্ঞ কমিটি। তাঁদের দাবি বাসের ট্রিপ বাড়ালেই বাসমালিকরা লাভের মুখ দেখতে পাবেন।
তবে এই উপায়ে আয় বাড়বে বলে মনে করছেন না বাস মালিকরা। বাস মালিকদের বক্তব্য টালা ব্রিজ ভাঙার পর ঘুরপথে বাস চালিয়ে এমনিতেই ক্ষতির বহর বেড়েছে। তার উপর পেট্রোল, ডিজেলের দাম ঊর্ধ্বমুখী। ফলে ক্ষতির অঙ্ক বাড়িয়ে তাঁরা আর বাস নামাতে রাজি নন।
বাস মালিকদের দাবি শুক্রবার থেকেই ২৩০, ২১৪, ২১৪ এ, ৩০ এ, ৩০এ/ ১, ২০২, ৭৮, ৭৮/ ১, ৩২ এ, ২৩৪, ৩সি/১ সহ আরও বেশ কিছু রুট থেকে বাস তুলে নেওয়া হয়েছে। শনিবার আরও কিছু রুটের বাস তুলে নেওয়া হয়েছে।  এখন ক্রমশ বেসরকারি বাস রাস্তায় কমতে থাকবে। ফলে আমজনতার দুর্ভোগ বাড়বে সন্দেহ নেই।

Related Articles

Back to top button
Close