fbpx
দেশহেডলাইন

গান্ধী পরিবারের বাইরের কেউ হোক কংগ্রেস সভাপতি, রাহুলের সুর মেলালো প্রিয়াঙ্কা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: গান্ধী পরিবারের বাইরে কোনও যোগ্য নেতাকে দলের দায়িত্ব দিলে আপত্তি নেই, দাদার সঙ্গে একমত প্রিয়াঙ্কা গান্ধী। গান্ধী পরিবারের সদস্য ছাড়া যোগ্য কোনও ব্যক্তিকে নির্বাচিত করা হোক কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার জন্য, এক বছর আগে এমনই দাবি তুলেছিলেন রাহুল গান্ধী। কিন্তু শুধু রাহুল নয়, তাঁর সঙ্গে সুর মিলিয়ে এই দাবি করেছেন প্রিয়াঙ্কা গান্ধীও। প্রিয়াঙ্কার কথায়, ‘‌হয়তো ইস্তফাপত্রে নয়, তবে কোথাও একটা রাহুল বলেছিল, ও চায় এবার কংগ্রেস প্রেসিডেন্ট গান্ধী পরিবারের বাইরের কেউ হোক। আমি এই মত সমর্থন করি।’‌ পাশাপাশি তাঁর বক্তব্য, ‘‌কংগ্রেসের উচিত নিজস্ব পথ অনুসন্ধান করা।’‌ অর্থাত্‍ তাঁর সাফ কথা, এবার সময় এসেছে পরিবারের বাইরে বেরনোর। দলেরও এবার উচিত আলাদা রাস্তা দেখা। এবং গান্ধী পরিবারের বাইরে কেউ সভাপতি হলে খুশি মনেই তিনি সেটা মেনে নেবেন।

গত বছর লোকসভা নির্বাচনে মাত্র ৫২টিতে জেতে কংগ্রেস। এই ভরাডুবির দায় নিয়ে সেসময় পদত‌্যাগ করেন তৎকালীন সভাপতি রাহুল গান্ধী। কিন্তু তারপর একবছর কেটে গেলেও স্থায়ী সভাপতি নির্বাচন করে উঠতে পারেনি দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল। বেগতিক দেখে শেষমেশ সোনিয়া গান্ধীকেই ফের কার্যকরী সভাপতি করে দলের কাজকর্ম চালানো হচ্ছে। কিন্তু প্রশ্ন হল এভাবে আর কতদিন? রাহুলের পদত্যাগের পর কংগ্রেস একপ্রকার মুছরে পড়ে ছিল। একের পর এক রাজ্যে বিদ্রোহ শুরু হয়েছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো তরুণ মুখ দল ছেড়ে চলেও গিয়েছেন। গান্ধী পরিবারের প্রতি আনুগত্যও কমছে নেতাদের। রাজস্থানে অশোক গেহলট ও শচীন পাইলট শিবিরের মধ্যে দূরত্ব স্পষ্ট হয়েছে। বিজেপি দল ভাঙাচ্ছে এমন অভিযোগও এসেছে বারবার। কপিল সিব্বল টুইটে মন্তব্য করেছেন, ‘‌আমরা কি আস্তাবল থেকে ঘোড়া চলে যাওয়ার পর জাগব?’‌ শশী থারুরের মতো নেতারা প্রকাশ্যেই দাবি করছেন, সভাপতি পদের জন্য নির্বাচন করানোর। আসলে তাঁরা ভালমতোই বুঝতে পারছেন, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজন শক্তিশালী নেতৃত্বের। আর এই মুহূর্তে কংগ্রেস নেতৃত্ব দিশাহীন। তাই সময় এসেছে নতুন স্থায়ী সভাপতি নির্বাচনের।

আরও পড়ুন: শতদ্রু-যমুনা লিঙ্ক ক্যানেল তৈরি হলে পাঞ্জাবে আগুন জ্বলবে: অমরিন্দর সিংহ

কিন্তু প্রশ্ন হল স্থায়ী সভাপতি বাছতে হলে, কাকে বাছবে কংগ্রেস? রাহুল গান্ধী পদত্যাগের সময়ই জানিয়ে দিয়েছিলেন, তিনি চান এবার পরিবারের বাইরে কেউ সভাপতি হোক। এর মধ্যে বার কয়েক কংগ্রেস নেতারা রাহুলকে ফের দায়িত্ব নিতে অনুরোধ করলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তাঁর অবস্থান একেবারে স্পষ্ট, সভাপতি হোক গান্ধী পরিবারের বাইরের কেউ। রাহুলের সেই সুরে এবার সুর মেলালেন প্রিয়াঙ্কাও। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন,”রাহুলের মতে আমাদের কারও সভাপতি হওয়া উচিত নয়। আমি ওঁর সঙ্গে পুরোপুরি একমত। আমার মনে হয়, দলের এবার আলাদা রাস্তা দেখা উচিত।”

প্রিয়াঙ্কা আরও বলেছেন, ‘‌আমি গান্ধী পরিবারের বাইরের যে কোনও ব্যক্তিকে নিজের নেতা হিসেবে মানতে রাজি আছি। তিনি যদি বলেন, যে তোমাকে উত্তরপ্রদেশে নয়, আন্দামানে গিয়ে কাজ করতে হবে। আমার তাতেও কোনও সমস্যা নেই।’‌ প্রিয়াঙ্কার কথা আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। দিন কয়েক আগেই বরখাস্ত হওয়া কংগ্রেস নেতা সঞ্জয় ঝা বলেছিলেন, অন্তত ১০০ জন নেতা নতুন নেতৃত্বের জন্য সোনিয়া গান্ধিকে চিঠি লিখেছেন। এই বয়ান অবশ্য উড়িয়ে দেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরযেওয়ালা।

Related Articles

Back to top button
Close