সম্ভবত জুনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: সম্ভবত জুনেই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। এমনটাই জানিয়ে দিলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সংসদ সভাপতি আরও জানান, পরীক্ষার ফল বের করার আগে বহু পদ্ধতি থাকে সেই সমস্ত পদ্ধতির কাজ সম্পন্ন হলেই ফলাফল বের করা হবে। বছর পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। দুএকটি বিক্ষিপ্ত অভিযোগ ছাড়া কোনও তেমন সমস্যা হয়নি।
উল্লেখ্য, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয় ২ এপ্রিল।
উল্লেখ্য, করোনা অতিমারির জেরে গত দুবছর উচ্চমাধ্যমিক পরীক্ষাগ্রহণ সম্ভব হয়নি। পরীক্ষা হয়েছে হোম সেণ্টারে। এ বছর মোট ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।
কঠিন চ্যালেঞ্জর মধ্যেও নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে পরীক্ষা। ২০২২-র পরীক্ষা সম্পন্ন হয়েছে ৬,৭২৭টি স্কুলে। যার মধ্যে বহু স্কুলে এ বছরই প্রথম পরীক্ষার আয়োজন করেছিল। এর জন্য সেই স্কুলগুলোতে যাবতীয় প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। এমনটাই জানালেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।