অভীক বন্দ্যোপাধ্যায়,কলকাতা: খাস কলকাতায় নিজের বৈধ ফ্ল্যাটে ঢুকতে না পেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্য চাইলেন প্রদীপ মল্লিক নামে এক অবসরপ্রাপ্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সম্প্রতি শাসক দল তৃণমূলের গ্রিভনস সেল ‘দিদিকে বলাে’- তে সমস্যার কথা জানিয়েছেন প্রদীপবাবু। মুখ্যমন্ত্রীকে লেখা আভিযোগ পত্রে তিনি বলেন, ‘একটি বিশেষ জরুরি ব্যপারে আমি আপনার হস্তক্ষেপ প্রার্থী । আমার বয়স ৬৩ বৎসর । কতদিন বাঁচবাে জানি না । সারা জীবন বাংলার বাইরে বাইরে যেমন গুরগাঁও , ঢাকা ইত্যাদি জায়গায় দ্বায়িত্বশীল পদে কর্মরত ছিলাম ।
২০ মার্চ থেকে আমি কলকাতায় ফিরে এসেছি। আমাদের শরিকি বাড়ি ( ২৫ জনক রােড , কলিকাতা ৭০০ ০২৯ ) লেক মার্কেট অঞ্চলে মাকে সঙ্গে নিয়ে থাকি । এ ছাড়া বেহালা অঞ্চলে ( ৫১/১/২৫ ব্রজেন মুখার্জী রােড , কলিকাতা ৭০০ ০৩৪ , ওয়ার্ড নং ১১৯ ) আমার দুই কামরার দুটি ফ্লাট আছে যা আমার মা আমাকে ২০১৪ সালে রেজিস্টার্ড গিফট মাধ্যমে দান করেন। আমার ফ্লাট দুটো দোতলায় এবং বন্ধ অবস্থায় রাখা আছে। এই বাড়িটি দুই তলা এবং ফ্ল্যাট সিস্টেমে প্রতি তলায় দুই কামরার দুইটি করে ফ্ল্যাট আছে । একতলায় একই রকম দুটি ফ্ল্যাটে মায়ের অনুমতিক্রমে আমার একমাত্র ভাই বসবাস করে । যেহেতু সে ওই বাড়ীতে বসবাস করে ও ওই বাড়ির দখলে আছে , কমন ঢােকার দরজায় ( যা আগে কোলান্সিবল গেট ছিল ) লােহার শিট দেওয়া দরজা বসিয়ে সম্পূর্ণভাবে নিজের কজায় রেখেছে ।
৫ ই অক্টোবর ‘২০ যখন ( এই লক ডাউন এর পরে ) আমি আমার দোতলার ফ্ল্যাটে যেতে চাই , আমাকে কমন গেট কিছুতেই খুলে দেওয়া হয় নি। আমার মা ( ৮৫ বছর বয়স্ক ও অসুস্থ ) তাকে সদুপদেশ দেওয়া সত্ত্বেও তাতে সে কর্ণপাত করে না । প্রায় আধ ঘন্টা অপেক্ষা করে আমি চলে যেতে বাধ্য হই। স্থানীয় থানায় ঘটনাটি লিখিত ভাবে জানাই। পরে আমাদের স্থানীয় কাউন্সিলর শ্রদ্ধেয়া অশােকা মন্ডলকে জানাই । আমার আইনজীবীর মাধ্যমে আমার ভাই ও মাকে চিঠিও দিই। কিন্তু এ পর্যন্ত তার কোনও ফল হয়নি । আমার ভাইয়ের স্ত্রী ও ভাই আমার সন্তান সম ( আমার ভাই আমার থেকে ১৬ বছরের ছােট ও তার স্ত্রী প্রায় ২০ বছরের ছােট ) আমার ওপর তাদের এই অন্যায় অত্যাচার আমাকে অত্যন্ত মানসিক চাপ সৃষ্টি করেছে …. আমি কি জীবদ্দশায় তাহলে আর আমার ফ্ল্যাটে ঢুকতে পারবাে না ? দিদি আমি অত্যন্ত অসহায় বােধ করছি । আমি জানি আপনি চাইলেই এ সমস্যার আশু সমাধান সম্ভব । আমি আমার পরম শ্রদ্ধেয় দিদির কাছে বিনীতভাবে এই ব্যাপারে সত্বর হস্তক্ষেপের প্রার্থনা করছি।’