পশ্চিমবঙ্গহেডলাইন
স্কুলছাত্রীকে ধর্ষণে অভিযুক্তদের শাস্তির দাবিতে আলিপুরদুয়ারে মিছিল

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: আলিপুরদুয়ারের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল করলেন স্থানীয় বাসিন্দারা। আলিপুরদুয়ার গণ জাগরন মঞ্চ এবং নারী নিগ্রহ বিরোধী মঞ্চের সদস্যরাও মিছিলে সামিল হন।
উল্লেখ্য, সোমবার রাতে আলিপুরদুয়ারের দুই নম্বর ব্লকের সলসলাবাড়িতে চারজন দুষ্কৃতি নির্জন রাস্তা থেকে ছাত্রীটিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ওই সময় ছাত্রীটি বাড়ি থেকে টিউশন পড়তে যাচ্ছিল। এরপর ছাত্রীটি বাড়ি গিয়ে সব জানালে তার অভিভাবকরা শামুকতলা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করে বলে জানায় এবং বাকি দুজনের খোঁজে তল্লাশি চলছে।
এদিন সেই দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে এলাকার মানুষরা বিক্ষোভ মিছিল করে।