হাথরাসের প্রতিবাদে সুন্দরবনের তপশিলি জাতির মিছিল

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: হাথরাসের প্রতিবাদে সুন্দরবনের তপশিলি জাতির মিছিল হল বসিরহাটে। বসিরহাট মহাকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল বিধায়ক দেবেশ মন্ডল, বিশিষ্ট আইনজীবী প্রসেনজিৎ জানা, আঞ্চলিক সভাপতি চন্দ্রশেখর পাল, আদিবাসী পরিষদের সভাপতি সুবল সরদার সহ আদিবাসী তপশিলি জাতি উপজাতি স্থানীয় গ্রামবাসী নেতা নেত্রী সহ কয়েকশো মানুষকে নিয়ে বিরাট মিছিল করেন বিধায়ক দেবেশ মন্ডল।
[আরও পড়ুন- গৃহবধূকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক]
প্রায় পাঁচ কিলোমিটার পথ মিছিল করা হয়। এর মধ্য দিয়ে ধিক্কার, প্রতিবাদ আওয়াজও ওঠে। মিছিলের অগ্রভাগে ছিল তপশিলি জাতি ও উপজাতির মহিলা পুরুষ ও যুবকরা। বিধায়ক দেবেশ মন্ডল বলেন, এই মহা মিছিলের মধ্য দিয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেস আরো বেশি করে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির নেওয়ার ডাক দিয়েছে। পাশাপাশি কৃষি বিলের বিরোধিতা করে তিনি বলেন, কৃষকের ক্ষতি হতে আমরা দেব না।