পশ্চিমবঙ্গহেডলাইন
কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে তিনদফা দাবি সহ মিছিল ছাত্র ফেডারেশনের

কৃষ্ণা দাস, শিলিগুড়ি: তিনদফা দাবিতে সরব হয়ে পথে নামল দার্জিলিং জেলা ছাত্র ফেডারেশন। এদিন শিলিগুড়ির হিলকার্ট রোডে বাম জেলা কার্যালয় অনিল বিশ্বাস ভবন থেকে মিছিল করে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে ছাত্র ফেডারেশনের কর্মী সমর্থকরা। তাদের মূল দাবিগুলি হল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ভর্তি প্রক্রিয়া চালু করতে হবে।
কেন্দ্রীয় শিক্ষানীতি ২০২০ ছাত্র স্বার্থ বিরোধী এই অভিযোগ তুলে অবলম্বে এই শিক্ষানীতি বাতিলের জানানো হয়। সেই সঙ্গে করোনা আবহের কথা মাথায় রেখে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের বিশেষ প্যাকেজের মাধ্যমে ভর্তি ও পরীক্ষা প্রক্রিয়া চালু করারও দাবী জানানো হয়। মুলত এই তিন দফা দাবিতে দার্জিলিং জেলা ছাত্র ফেডারেশন একটি ছাত্র মিছিলের আয়োজন করে। এসএফআই দার্জিলিং জেলা সম্পাদক শংকর মজুমদার বলেন, “আমাদের এই দাবীগুলি যতদিন মেনে নেওয়া না হলে অতিতেও যেভাবে ছাত্র ফেডারেশন আন্দোলন করেছে ভবিষ্যতে আন্দোলনের পথ বেছে নেবে।”