পশ্চিমবঙ্গহেডলাইন
কুমারগ্রামের কামাক্ষ্যাগুড়িতে শুরু ‘চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি’ কর্মসূচি

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের কামাক্ষ্যাগুড়ি তে চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি কর্মসূচি শুরু করলেন পশ্চিম বঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কুমারগ্রাম সার্কেলের সদস্যরা। হাতে ব্যানার নিয়ে এদিন সংগঠনের সদস্যরা কামাক্ষ্যাগুড়ি হাট কলোনী এলাকার বাড়ি বাড়ি গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিভিন্ন উন্নয়ন মুলক ও জনকল্যাণমুখী প্রকল্প গুলি বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেন।
আরও পড়ুন: কৃষকদের জন্য ১ লক্ষ কোটি স্পেশাল ফান্ডের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
সংগঠনের কুমারগ্রাম সার্কেল সভাপতি প্রাণকৃষ্ণ ফৌজদার জানান তাদের এই কর্মসূচি পরবর্তী একশ দিন ধরে চলবে। পর্যায়ক্রমে তারা বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে এই কর্মসূচি তে সামিল হবেন।