fbpx
দেশহেডলাইন

মোদীর চপারের সামনে কালো গ্যাস বেলুন উড়িয়ে প্রতিবাদ, প্রশ্নের মুখে প্রধানমন্ত্রীর নিরাপত্তা

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রীর পর এবার দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রশ্নের মুখে। সোমবার এক মারাত্মক বিপজ্জনকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চপারের সামনে কালো গ্যাস বেলুন উড়িয়ে প্রতিবাদে সামিল হয় কংগ্রেস। ঘটনায় তিন কংগ্রস কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেহভাজন আরো বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল থেকেই কংগ্রেস কর্মীরা ‘গো ব্যাক মো্দী’ বলে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।  অন্ধ্রপ্রদেশের ভীমাভরমে আল্লুরি সীতারাম রাজুর মূর্তি উন্মোচনে সোমবার আসার কথা প্রধানমন্ত্রীর। সেই কর্মসূচি ঘিরেই এই প্রতিবাদ জানান কয়েকজন কর্মী।

প্রধানমন্ত্রীর চপারের সামনে বেলুন ওড়ানোর ঘটনায় গাফিলতির প্রশ্ন উঠেছে। প্রধানমন্ত্রীর কপ্টার আকাশের যে অংশে ওড়ে সেই অংশে অন্য বিমানের আনাগোনা বন্ধ রাখা হয়। এমনকী ঘুড়ি ওড়ানো বন্ধ। তাও কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। এদিন নিজস্ব কপ্টারে চেপে বিজয়ওয়াড়া বিমানবন্দর যাচ্ছিলেন। তখনই এই ঘটনা ঘটে। ঘটনায় শুরু হয়েছে তদন্ত।

Related Articles

Back to top button
Close