অসমে মাদ্রাসা বন্ধের প্রতিবাদে কলকাতার অসম ভবনের সামনে বিক্ষোভ সংখ্যালঘু যুব ফেডারেশনের

মোকতার হোসেন মন্ডল: অসমে মাদ্রাসা বন্ধের প্রতিবাদে মঙ্গলবার কলকাতার অসম ভবনের সামনে বিক্ষোভ দেখাল সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। বিক্ষোভ থেকে মাদ্রাসা তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে স্লোগান ওঠে। তিনজনের এক প্রতিনিধি দল অসম ভবনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অসীম কুমার ভট্টাচার্যের হাতে স্মারকলিপি তুলে দেন। সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘আমরা অসমের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কিছু দাবিপত্র পেশ করেছি। মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। মাদ্রাসাগুলি পরিচালনার জন্য স্বশাসিত বোর্ড অবিলম্বে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা আসামের মুখ্যমন্ত্রীকে স্মারকলিপিতে এও বলেছি, সাধারণ বিদ্যালয়ের মতো সকল সুবিধা সরকার অনুমোদিত মাদ্রাসাগুলিতেও প্রদান করতে হবে’।
[আরও পড়ুন- বিশ্বহিন্দু পরিষদের অকাল বোধন শারদ সম্মানে ব্যাপক সাড়া]
মহঃ কামরুজ্জামান এক বিবৃতিতে বলেন, “মাদ্রাসাকে আবার বিতর্কের মুখে এনে নিয়ে এসেছে বিজেপি শাসিত সরকার, তারা ঘোষণা করেছেন সরকারি সাহায্যপ্রাপ্ত অনুমোদিত মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেবেন। বিজেপির এ ধরনের সাম্প্রদায়িক খেলা একের পর এক চলছে। তাদের জানা দরকার যে আমাদের দেশের সংবিধানের ৩০ ধারায় যে কোনো ধর্মীয় সংখ্যালঘু ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায় তাদের নিজস্ব সংস্কৃতি বজায় রাখার জন্য নিজেদের পছন্দমতো শিক্ষাপ্রতিষ্ঠান করার স্বাধীনতা দিয়েছে। এদিন বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, চেতনা লহরের অনন্ত আচার্য প্রমুখ।