পশ্চিমবঙ্গহেডলাইন
পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ, বারাসাত থানার সামনে বিক্ষোভ

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: সাধারণ ধর্মঘটের দিন পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বারাসত থানার সামনে দুই ঘন্টা ধরে চলল ধিক্কার মিছিল ও বিক্ষোভ। বুধবার বামেদের ধর্মঘট নিয়ে রাস্তায় নেমেছিল এসএফআই ছাত্রছাত্রীরা। সেই সময় ছাত্র-ছাত্রীদের উপর পুলিশ লাঠিচার্জ করে।
আরও পড়ুন- অধিকার ছাড়লেন অধিকারী, উৎসাহ নন্দীগ্রামে
সেখানে বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী এই লাঠির আঘাতে আহত হয়। তারই প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় বারাসাত থানার সামনে ছাত্র-ছাত্রীরা ধিক্কার মিছিল করে। এই মিছিল বারাসতের রাজপথ ঘুরে বারাসত স্টেশনে গিয়ে সমাপ্তি হয়। তারপর তারা বারাসাত থানায় একটি ডেপুটেশন জমা দেয়।