কলকাতায় বলবিন্দর সিংকে হেনস্থার প্রতিবাদে বার্ণপুর গুরুদ্বার প্রবন্ধন কমিটির প্রতিবাদ মিছিল

শুভেন্দু বন্দ্যোপাধ্যায়, আসানসোল: বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানের দিন কলকাতার রাস্তায় প্রাক্তন সেনা জওয়ান বলবিন্দর সিংকে হেনস্তা, পাগড়ি খুলে দিয়ে মাথার চুল টেনে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল রাজ্য পুলিশের বিরুদ্ধে।
সেই ঘটনার প্রতিবাদে ও ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সোমবার সকালে আসানসোলের বার্ণপুর গুরুদ্বার প্রবন্ধন কমিটির উদ্যোোগে একটি প্রতিবাদ মিছিল বার করা হয়। সেই মিছিলটি বার্ণপুর গুরুদ্বার থেকে শুরু হয়ে আসানসোলের কুমারপুরে জিটি রোডে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের অফিসের সামনে এসে শেষ হয়।
আরও পড়ুন: ভাতারে রাস্তার ধারের গাছ কাটায় পঞ্চায়েত সদস্যাকে নিগ্রহের অভিযোগ
মিছিলের নেতৃত্বে ছিলেন কমিটির সাধারণ সম্পাদক সুরেন্দ্র সিং। মিছিলে প্ল্যাকার্ড হাতে মহিলারাও ঘটনার প্রতিবাদে সামিল হন। এই ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়ে একটি স্মারকলিপি পুলিশ কমিশনার সুকেশ জৈনকে দেওয়া হয়।