ভারতীয় মজদুর সংঘের বিক্ষোভ কর্মসুচী আলিপুরদুয়ারে

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: আলিপুরদুয়ার জেলা প্রশাসনের কার্যালয় ডুয়ার্স কন্যার সামনে বিক্ষোভ প্রদর্শন করে জেলা শাসককে স্মারকলিপি দিলেন ভারতীয় মজদুর সংঘের আলিপুরদুয়ার জেলাকমিটির সদস্যরা। বিক্ষোভ কর্মসুচীতে নেতৃত্ব দেন ভাস্কর দে। তিনি জানান গত আঠাশে অক্টোবর নন্দীগ্রামের সোনাচুড়ায় তৃণমূলের দুষ্কৃতীকারীরা ভারতীয় মজদুর সংঘের জেলা, রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের ওপর হামলা চালায়।
বিরোধী দলের নেতা কর্মীদের ওপর শাসকদলের দুষ্কৃতীরা বারবার হামলা চালাচ্ছে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটছে। এসবের প্রতিবাদ জানাতেই তাদের এই বিক্ষোভ কর্মসুচী। পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের ওপর শাসকদলের বেলাগাম হামলা বন্ধ করে রাজ্যে আইন শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানিয়ে জেলা শাসককে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা জানান স্মারকলিপিটি তিনি উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন।