করোনায় মৃত ব্যক্তির দেহের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ

সুদর্শন বেরা, ঝাড়গ্রাম: গত শুক্রবার ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার রথ বেড়া এলাকায় একটি গাড়ির ধাক্কায় ৪৫ বছর বয়সী অজিত সিট নামে একব্যক্তি গুরুতরভাবে আহত হয়। তাকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে তার পরিবারের লোকেরা ভর্তি করে । এরপর ওই ব্যক্তির করোনা হয়েছে বলে তাঁকে ঝাড়গ্রাম থেকে হাওড়া সঞ্জীবনী করোনা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বুধবার ওই ব্যক্তি মারা যায়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি করোনায় মারা গিয়েছে। তার ময়নাতদন্ত হবে । কিন্তু তার পরিবারের হাতে মৃতদেহ দেওয়া হবে না। তাই তার পরিবারের লোকেরা অজিত সিট এর মৃতদেহের দাবিতে বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম বিনপুর রাজ্য সড়কের মাঝে বিনপুর থানার রথবেড়া এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ।যার ফলে ঝাড়গ্রাম বিনপুর বাস রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মৃতের পরিবারের দাবি মৃতদেহ না পাওয়া পর্যন্ত তাদের পথ অবরোধ চলবে। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিনপুর থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশের পক্ষ থেকে মৃতের পরিবার কে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু মৃতদেহ না পাওয়া পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়।