অগ্নিপথ ইস্যুতে দেশজুড়ে বনধের ডাক বিক্ষোভকারীদের, সতর্ক রয়েছে নবান্ন

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: অগ্নিপথ বিতর্কের জেরে দেশজুড়ে অচলাবস্থা অব্যাহত। টানা কয়েকদিন ধরে বিহার সহ ১৩টি রাজ্যে লাগাতার বিক্ষোভ চলছে। একাধিক জায়গায় ট্রেনে আগুন সংযোগের ঘটনা ঘটে। সব থেকে ক্ষতিগ্রস্ত বিহার। এর ফলে একাধিক ট্রেনের গতিপথ পরিবর্তন থেকে ট্রেন বাতিল করে দেওয়া হয়। সমস্যায় পড়েন যাত্রীরা। আজ অগ্নিপথ প্রকল্প রুখতে দেশ জুড়ে বনধ পালনের ডাক দিয়েছে বিক্ষোভকারীরা৷ এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিভিন্ন রাজ্য৷ সতর্ক রয়েছে নবান্ন। শুধুমাত্র বিহারের উপর দিয়ে যাতায়াতকারী ৩৫০টি ট্রেন বাতিল করতে হয়েছে৷ বিহারের অন্তত কুড়িটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷ দিল্লির গৌতম বুদ্ধ নগরের কাছেও বড় কোনও জমায়েতের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ৷ দিল্লির কাছে ফরিদাবাদেও রাস্তা অবরোধের চেষ্টা চলছে৷ তা আটকাতে প্রায় ২০০০ পুলিশকর্মীকে আজ রাস্তায় মোতায়েন করা হবে৷
কংগ্রেস নেতা রাহুল গান্ধি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় আজ কংগ্রেস কর্মীরা দেশজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেবেন৷
লাগাতার বিক্ষোভের চাপে কেন্দ্র অগ্নিপথ প্রকল্পে বহু ছাড় দেওয়ার পরেও বিক্ষোভকারীদের হুঁশ ফেরেনি। কেন্দ্রীয় রেলমন্ত্রীও বিক্ষোভকারীদের কাছে আবেদন রাখের দেশের সম্পত্তি নষ্ট না করতে। তবে কেন্দ্রীয় সরকার স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, অগ্নিপথ প্রকল্পে চাকরির জন্য আবেদন করবে, তাঁরা যে এই ধরনের বিক্ষোভ বা ভাঙচুরে অংশ নেননি, সেই মর্মে তাঁদের থেকে মুচলেকা নেবে সরকার