অগ্নিগর্ভ শ্রীলঙ্কা, চাপের মুখে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা রনিল বিক্রমাসিংহের, প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দিল বিক্ষোভকারীরা
বিক্ষোভের মুখে বাসভবন ছেড়ে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ফের অগ্নিগর্ভ শ্রীলঙ্কা। চাপের মুখে অবশেষে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। প্রধানমন্ত্রীর কলম্বোর ৫ম লেনে অবস্থিত নিজস্ব বাসভবনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের একটি দল শনিবার রাতে বিক্রমাসিংহের বাড়িতে প্রবেশ করে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে উত্তেজনার এক পর্যায়ে তারা বাড়িটিতে আগুন লাগিয়ে দেয়।
পদত্যাগের জন্য প্রচণ্ড চাপে থাকা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিক্রমাসিংহে শনিবারই বিরোধী দলগুলোর নেতাদের সঙ্গে দেখা করে তার পদত্যাগের ইচ্ছার কথা জানান।
শনিবার সকাল থেকে সারা দেশের হাজার হাজার মানুষ বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনে করে কলম্বোর বিক্ষোভে যোগ দেন। সেখান থেকে প্রেসিডেন্টের বাসভবনের দিকে যাওয়ার পথে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।
বেশ কয়েকজন সাংবাদিকও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে আক্রান্ত হন। এর পরে আরো বিক্ষোভকারী ওই এলাকায় জড়ো হয়।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তাবাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাস ছোড়া সত্ত্বেও তারা বাড়িটিতে ঢুকে আগুন ধরিয়ে দেয়।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সরকারি বাসভবন ঘিরে ফেলেছে বিক্ষোভকারীরা। বিক্ষোভের মুখে বাসভবন ছেড়ে পালিয়ে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে
ভয়াবহ অর্থনৈতিক সংকটের জন্য প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেকে দায়ী করে তার পদত্যাগের দাবিতে প্রেসিডেন্টের বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দেয় বিক্ষোভকারীরা। এই মিছিল সামনে রেখে শুক্রবার রাজধানীতে প্রবেশ করতে শুরু করে হাজার হাজার বিক্ষোভকারী। এরই মধ্যে কলম্বো ও আশপাশের এলাকায় অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারি করা হয়।
শ্রীলঙ্কার বেসরকারি সংবাদমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, একসময় কঠোর নিরাপত্তা বেষ্টিত বাড়িটিতে ঢুকে পড়ছে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। পরিস্থিতি শান্ত করতে গিয়ে আহত হয়ে পুলিশের দুই সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে বিক্ষোভ থেকে অন্তত ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।