অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রতিবাদ, বধূ সহ আক্রান্ত ৩

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রতিবাদ করায় বধূ সহ আক্রান্ত ৩। বসিরহাট মহাকুমার হাসনাবাদ থানার তোকি পুর গ্রামের ঘটনা। সোমবার রাতে দেবী দুর্গাবরণ করে বাড়ি ফেরার পথে বছর ১৮ গৃহবধূকে অশ্লীল ভাষায় কথা বলে। অভিযোগ তাঁর ছবি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এমনই অভিযোগ ওই গৃহবধূর।
এরই প্রতিবাদ করলে ওই গৃহবধূর বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার জেরে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার জেরে বধু সহ ৩ জন টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি।
[আরও পড়ুন- তৃণমূল কংগ্রেস কোর কমিটির সাংগঠনিক সভা ঘিরে ব্যাপক তৎপরতা কর্মীদের মধ্যে]
গৃহবধূর দাবি, গত দুই সপ্তাহ আগে কয়েকবার আমাকে মামাশ্বশুর সহ তার ছেলেরা অশ্লীল ভাষায় গালিগালাজ ও কটুক্তি করে। এমনকি অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
ওই বধূর স্বামী শুভাশীষ দাশের অভিযোগ, পুলিশ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। এই অভিযোগ অস্বীকার করেছে বধূর মামাশ্বশুর সহ তার ছেলেরা। তাদেরকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে বলে দাবি। ঘটনার পুরো তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ।