মহিলাকে কটুক্তির প্রতিবাদ, দু’পক্ষের সংঘর্ষে মহিলা জখম ১৫

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: মহিলাকে কটুক্তির প্রতিবাদ করায় দু’পক্ষের সংঘর্ষে জখম হলেন মহিলা সহ ১৫ জন। বসিরহাট মহকুমার ভেটকি গ্রামের ঘটনা। ৮০ বছরের এক বৃদ্ধা আলিমুন বিবিকে কটূক্তি করে ফরিদা বিবি বলে অভিযোগ। এই নিয়ে প্রথমে দুজনের মধ্যে বচসা বাঁধে। এই বচসা ক্রমে গড়ায় হাতাহাতিতে। অভিযোগ বাঁশ, লাঠি নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। এই ঘটনায় মহিলাসহ ১৫ জন জখম হন। তাদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[আরও পড়ুন- সেলফিতে বুঁদ, জল বাড়ছে নদীতে, চোরাস্রোতে ফেঁসে দুই যুবতী, এরপর…]
জানা গিয়েছে যে, আলিমুন বিবি রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই সময় তাঁকে গালিগালাজ করে ফরিদা বিবি বলে অভিযোগ। এই নিয়ে গন্ডগোলের প্রথম সূত্রপাত হয়। তারপর গ্রামের মহিলা ও পুরুষরা বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। গ্রামের প্রবীণ ব্যক্তিরাও এই ঝামেলায় জড়িয়ে পড়ে। এই নিয়ে দু’পক্ষই হিঙ্গলগঞ্জ থানায় মোট ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ টহল দিচ্ছে।