fbpx
কলকাতাপশ্চিমবঙ্গহেডলাইন

স্টিল এক্সপ্রেসের স্টপেজের দাবিতে বিক্ষোভ, ট্রেন চলাচল বিপর্যস্ত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্টিল এক্সপ্রেসের স্টপেজের দাবিতে যাত্রীদের বিক্ষোভে সোমবার সকালে উত্তাল হয় সরডিহা স্টেশন। রবিবার সকালেও প্রায় ৪ ঘণ্টা বিক্ষোভ হয়েছিল।ঝাড়গ্রামের আগের স্টেশন সরডিহা। দীর্ঘ আন্দোলনের পর ২০০৩ সাল থেকে সরডিহা স্টেশনে স্টপেজ দেওয়া শুরু করে স্টিল। অথচ রবিবার সকাল ৭. ৪৫-এ যাত্রীরা স্টেশনে অপেক্ষায় থাকলেও দাঁড়ায়নি স্টিল। একই ঘটনা ঘটে রাতেও। এরপর সোমবার সকালে স্টিল এক্সপ্রেস সরডিহায় ঢুকতেই রেল অবরোধ করেন নিত্যযাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছন সাংসদ কুনার হেমব্রম। দীর্ঘক্ষণ তাঁর সামনেই চলে বিক্ষোভ।

আরও পড়ুন: বিজেপির উত্তরকন্যা অভিযানে রণক্ষেত্র শিলিগুড়ি…. চলল গুলি, ছোঁড়া হল জলকামান

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, রেল পুলিশ ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন তাঁরা। কিন্তু নিজেদের দাবিতে অনড় ছিলেন বিক্ষোভকারীরা। দীর্ঘক্ষণ পর অবশেষে স্টেশন ম্যানেজারের আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এদিনের বিক্ষোভের জেরে স্টিলের পিছনে আটকে পড়ে হাওড়া-জনশতাব্দী, ইস্পাত, কলাইকুণ্ডাকতে আটকে ছিল দুরন্ত এক্সপ্রেস। চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রীরা।

Related Articles

Back to top button
Close