fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

মহিলা শ্রমিকের মৃত্যুতে টোলপ্লাজায় লাশ রেখে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে উত্তেজনা ডেবরায়

তারক হরি, পশ্চিম মেদিনীপুর: হাওড়ায় কর্মরত এক মহিলা দিনমজুর শ্রমিকের মৃত্যুতে উত্তেজনা ছড়ালো এলাকায়। মৃত মহিলার পরিবার ক্ষতিপূরণের দাবিতে ডেবরার টোলপ্লাজায় দুদিনের পচা মৃতদেহ রেখে বিক্ষোভ দেখালেন। যদিও এই ঘটনার পেছনে টোল প্লাজার কর্তৃপক্ষের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডেবরার বাড়াগড় এর বাসিন্দা পেশায় দুই শ্রমিক আরতী রানা ও ভারতী রানা তাঁরা ‘মা মেনকা অ্যাসোসিয়েট’ নামক একটি ঠিকাদারি সংস্থার অধীনে হাওড়ায় রাস্তা মেরামতের কাজ করতেন। এই ঠিকাদারি সংস্থাকে শ্রমিক যোগাড় করে দিয়েছিল অশোকা কোম্পানি, যাঁরা বর্তমানে ডেবরার টোলপ্লাজা পরিচালনা করে।

গত ২৩ নভেম্বর হাওড়া ডোমজুড় এলাকায় কাজ করার সময় ওই দুই মহিলা শ্রমিক গাড়ির ধাক্কায় গুরুতর ভাবে আহত হন। পরে স্থানীয় মানুষজন ও পরিবারের তৎপরতায় তৎক্ষণাৎ তাদের মেদিনীপুর মেডিকেল কলেজে আনা হলে সেখানেই চিকিৎসা চলাকালীন আরতি রানা মৃত্যু হয় এবং ভারতী রানার হাত ভেঙে গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন। ভারতীর পরিবার ও অন্যান্য শ্রমিকদের দাবি- ‘মা মেনকা অ্যাসোসিয়েট’ অশোকা কোম্পানির অধীনে রাস্তা সংস্কারের কাজ করছে। তাঁরাই এই ঠিকাদারী কোম্পানিকে শ্রমিক সরবরাহ করেছিল কিন্তু রাস্তা সংস্কারের সময় হাওড়ায় ঘটে যাওয়া দুর্ঘটনায় ওই মহিলা শ্রমিকের মৃত্যু ও এক জনের গুরুতর জখম হলেও এই ঠিকাদারি সংস্থা কোনরূপ দায়িত্ব পালন করেননি।

এমনকি মৃতদেহ দুদিন পড়ে থাকলেও তা ময়না তদন্ত হয়নি, পরে পরিবার ও গ্রামবাসীর কিছু মানুষের উদ্যোগে মৃতদেহ ময়নাতদন্ত করা হয়। এবং ক্ষুব্ধ পরিবার ও গ্রামবাসীরা শ্রমিকদের একাংশ নিয়ে বুধবার মাঝরাতে দুদিনের পচা ওই মৃতদেহ নিয়ে এসে ডেবরা টোলপ্লাজায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘন্টাখানেক বিক্ষোভের পর ডেবরা থানার পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও পুলিস আধিকারিকের প্রতিশ্রুতিতে বিক্ষোভ তুলে নেওয়া হয়। পুলিশ প্রতিশ্রুতি দেয় কেউ দোষী হলে উপযুক্ত শাস্তি পাবে।

এদিকে ডেবরা টোল প্লাজার এক আধিকারিক জানিয়েছেন “আমরা টোলপ্লাজার সঙ্গে যুক্ত রাস্তা নির্মাণের সঙ্গে নয়। তাছাড়া ঘটনাটি হাওড়া এলাকায় ঘটেছে তার সাথে আমাদের কি সম্পর্ক? মাঝরাতে আমাদের এই কমপ্লেক্সে পচা মৃতদেহ নিয়ে এসে বিক্ষোভ দেখানো হলো তা মারাত্মক ও ভয়ঙ্কর বিষয়! একে তো করোনা কাল কাজ করতে বহু অসুবিধা হচ্ছে, তারমধ্যে কম্পাউন্ডের ভেতরে পচা লাশের গন্ধ ছড়িয়েছে, এই পরিস্থিতিতে কাজ করা অসম্ভব কর্মীরা নিরাপত্তার অভাব বোধ করছেন।”

পাল্টা বিক্ষোভকারীদের দাবি ” রাস্তা মেরামতির মূল দায়িত্ব প্রাপ্ত কোম্পানি হলো অশোকা। “মা মেনুকা অ্যাসোসিয়েট” তার অধীনস্থ ঠিকাদারি সংস্থা, ফলে তারা অশোকা কোম্পানির নির্লিপ্ততার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। বৃহস্পতিবার টোল প্লাজার কর্তৃপক্ষ ও বিক্ষোভকারীদের নিয়ে সমস্যার সমাধানের জন্য আলোচনায় বসবে বলে ডেবরা থানা সূত্রে জানা গিয়েছে।

Related Articles

Back to top button
Close