আলিপুরদুয়ারে একাধিক সমস্যার কথা সামনে রেখে বিজেপির ডেপুটেশন প্রদান

সুমিত কার্যী, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে একাধিক সমস্যার কথা সামনে রেখে বিজেপির ডেপুটেশন প্রদান। মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও পৌরসভা ঘেরাও কর্মূচি করার পাশাপাশি এই ডেপুটেশন প্রদান করা হয়।
আলিপুরদুয়ার শহরের একাধিক জায়গায় সমস্যায় জর্জরিত শহরবাসী। অভিযোগে বলা হয়, শহরের বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা জলাশয়ে জল জমে থাকার জন্য স্থায়ী সমস্যা সমাধানের জন্য ডাম্পিং গ্রাউন্ড বা সলিট ওয়েস্ট ইস সলিট ওয়েস্ট ম্যানেজমেন্টের দাবির কথা বলা হলেও তা এখনও বাস্তবায়িত করেনি প্রশাসন। ২ বছর থেকে পুরসভায় কোনও নির্বাচন হচ্ছে না বলে অভিযোগ তোলে বিজেপি।
আরও পড়ুন: সৌদিতে ড্রোন হামলা ইরান মদতপুষ্ট বিদ্রোহী হুথিদের
এদিন বিহারে বিজেপি উপনির্বাচনে ভালো ফল হওয়াতে জেলা বিজেপি পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হল জেলা কার্যালয়। বিজেপির সাধারণ সম্পাদক সুমন্ত কাঞ্জিলাল বলেন- বিহারে বিজেপির ভোটের ফল ভালো হয়েছে। আগামীতে পশ্চিমবঙ্গ ও ভালো হবে তাই আজকে জেলা কার্যালয় মিষ্টিমুখ করানো হল সবাইকে।