
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশে এনকাউন্টারে নিহত সাইকো কিলার। বৃহস্পতিবার রাতে মধ্যপ্রদেশে রতলামে এই এনকাউন্টারের ঘটনায়। ঘটনায় পাঁচজন পুলিশকর্মী আহত হয়েছেন। মৃত সাইকো কিলারের নাম দিলীপ দেওল। দিলীপের বিরুদ্ধে অভিযোগ মধ্যপ্রদেশে রতলাম এলাকায় এক পরিবারের তিনজনকে খুন করেছিল সে। মোট ৬টা খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দিলীপ দেওল গুজরাটের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, দিলীপ দেওল পরিকল্পনা করে কাজ করত। গত ২৫ নভেম্বর ওই ব্যক্তিকে খুন করে দিলীপ। দীপাবলি বাজির আওয়াজকে কাজে লাগিয়েছিল সাইকো কিলার। সেইদিন রাতেই তিনজনকে গুলি করে খুন করে দিলীপ।
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপের নোটিফিকেশন জারি করল পর্ষদ
মৃতের পরিবারে পক্ষে একটি জমি বিক্রি করা হয়েছিল। সেই বিক্রির টাকা ওই পরিবারে কাছে এসে পৌঁছায়। এই খবর কোনওভাবে দিলীপের কাছে আসে। ডাকাতির উদ্দেশে পরিবারের তিনজনকে একসঙ্গে গুলি করে খুন করে দিলীপ। এর পরেও এক মহিলাকে খুন করার অভিযোগ ওঠে। মূলত যে বাড়িতে বৃদ্ধ মানুষ থাকত সেই বুঝেই খুন করত দিলীপ।