কেতুগ্রাম ও ভাতারে সংঘর্ষ,আহত ৪,গ্রেফতার ৪
দিব্যেন্দু রায়,কেতুগ্রাম ও ভাতার: কেতুগ্ৰাম ও ভাতারে দুটি পৃথক সংঘর্ষের ঘটনায় আহত হলেন ৪ জন। ওই দুটি ঘটনায় পুলিশ মোট ৪ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম সাগর ঘোষ,সাহেব ঘোষ,ওয়াগার হানিফ শেখ ও শেখ ওয়াসেম আলি। ধৃতদের মধ্যে প্রথম দু’জনের বাড়ি কেতুগ্রামের অনন্তপুর গ্রামে। বাকি দু’জন ভাতারের কালটিকুরি গ্রামের বাসিন্দা । বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হলে তাঁদের জামিন নামঞ্জুর করে দেন বিচারক ।
জানা গেছে,কেতুগ্রামের অনন্তপুর গ্রামে জমিতে আল কাটা নিয়ে মন্টু মণ্ডল ও তার ছেলে রমেন মণ্ডলের সঙ্গে বচসা বাধে সাগর ঘোষ ও সাহেব ঘোষের । সেই সময় সাগর ও সাহেব মিলে মন্টু ও তার ছেলেকে মারধর করে বলে অভিযোগ। প্রহৃতরা হাসপাতালে চিকিৎসা করানোর পর এনিয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সাগর ও সাহেবকে গ্রেফতার করে ।
অন্যদিকে বুধবার বিকেলে ভাতারের কালিটিকুরি গ্রামে গরুতে ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের বচসা থেকে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে । গুরুতর আহত হন উভয়পক্ষের দুজন। দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওয়াগার হানিফ শেখ এবং শেখ ওয়াসেম আলি নামে দুজনকে গ্রেফতার করে।