fbpx
পশ্চিমবঙ্গ

কেতুগ্রাম ও ভাতারে সংঘর্ষ,আহত ৪,গ্রেফতার ৪

দিব্যেন্দু রায়,কেতুগ্রাম ও ভাতার: কেতুগ্ৰাম ও ভাতারে দুটি পৃথক সংঘর্ষের ঘটনায় আহত হলেন ৪ জন। ওই দুটি ঘটনায় পুলিশ মোট ৪ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম সাগর ঘোষ,সাহেব ঘোষ,ওয়াগার হানিফ শেখ ও শেখ ওয়াসেম আলি। ধৃতদের মধ্যে প্রথম দু’জনের বাড়ি কেতুগ্রামের অনন্তপুর গ্রামে। বাকি দু’জন ভাতারের কালটিকুরি গ্রামের বাসিন্দা । বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হলে তাঁদের জামিন নামঞ্জুর করে দেন বিচারক ।

জানা গেছে,কেতুগ্রামের অনন্তপুর গ্রামে জমিতে আল কাটা নিয়ে মন্টু মণ্ডল ও তার ছেলে রমেন মণ্ডলের সঙ্গে বচসা বাধে সাগর ঘোষ ও সাহেব ঘোষের । সেই সময় সাগর ও সাহেব মিলে মন্টু ও তার ছেলেকে মারধর করে বলে অভিযোগ। প্রহৃতরা হাসপাতালে চিকিৎসা করানোর পর এনিয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সাগর ও সাহেবকে গ্রেফতার করে ।

অন্যদিকে বুধবার বিকেলে ভাতারের কালিটিকুরি গ্রামে গরুতে ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের বচসা থেকে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে । গুরুতর আহত হন উভয়পক্ষের দুজন। দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওয়াগার হানিফ শেখ এবং শেখ ওয়াসেম আলি নামে দুজনকে গ্রেফতার করে।

Related Articles

Back to top button
Close