
যুগশঙ্খ প্রতিবেদন, কাটলিছড়া: হাইলাকান্দি জেলার অসম মিজোরাম সীমান্তে বসবাসকারী অসমের নাগরিকদের নিরাপত্তা প্রদানের জন্য সীমান্তে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন সহ সীমান্ত সমস্যার স্থায়ী সমাধানের জন্য বিহিত পদক্ষেপ গ্রহনের দাবি জানালেন কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস কর্মকর্তারা। মঙ্গলবার হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ফিরোজ খান চৌধুরী মান্নানের নেতৃত্বে কাটলিছড়া ব্লক কংগ্রেস, দক্ষিন হাইলাকান্দি ব্লক কংগ্রেস ও লালা ব্লক কংগ্রেসের এক প্রতিনিধিদল হাইলাকান্দিতে জেলা উপাযুক্ত মেঘনিধি দাহালের সঙ্গে সাক্ষাৎ করে সীমান্ত সমস্যার সমাধানের জন্য বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকপত্র প্রদান করেন। প্রদত্ত স্মারকপত্রে কংগ্রেস নেতারা অভিযোগ করে বলেন, মিজোরাম সীমান্তের ল্যান্ডমার্ক হিসেবে পরিচিত রনজানি ব্রিজ অতিক্রম করে প্রায় ১২ কিলোমিটার হাইলাকান্দির জমি জবর দখল করেছে।
[আরও পড়ুন- অপহরণ করতে না পেরে সামনে থেকে গুলি নিকিতাকে, অভিযুক্তের সঙ্গে কংগ্রেসের যোগসাজশ!]
তাছাড়া সীমান্তের বিতর্কিত অঞ্চলে বসবাসকারী হাইলাকান্দির স্থানীয় নাগরিক বর্তমানে সামাজিক, জুডিশাল এবং প্রশাসনিক হুমকির মধ্যে জীবনযাপন করছেন। দিনের পর দিন নিরাপত্তাহীনতায় ভুগছেন। মিজো জনগণ অসমের ১২ কিলোমিটার জমিতে আগ্রাসন করেছে। বিতর্কিত এলাকা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পুলিশ প্রহরা থাকায় সেইসব এলাকার নাগরিকরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিনযাপন করছেন। তাই সীমান্তবর্তী এলাকায় আরও বেশি করে নিরাপত্তাকর্মী মোতায়েন করার জন্য এদিন জেলা উপায়ুক্ত মেঘনিধি দাহালের কাছে জোরদার দাবি জানান জেলা কংগ্রেস সম্পাদক ফিরোজ খান। তিনি বলেন, বিতর্কিত অঞ্চলের স্থানীয় মানুষ এবং তাদের পরিবার বিগত প্রায় তিন ৩ মাস থেকে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে মিজো দুর্বৃত্তদের দ্বারা হয়রানির শিকার হচ্ছে। তাই অবিলম্বে দুই রাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার ব্যবস্থা করতে তিনি জেলা উপায়ুক্তকে অনুরোধ জানান।