স্পেশাল ট্রেনে ওঠার জন্য যাত্রী বিক্ষোভ, রণক্ষেত্র হাওড়া স্টেশন

মনোজ চক্রবর্তী,হাওড়া :স্পেশাল ট্রেনে ওঠার জন্য হাওড়া স্টেশন চত্বর রনক্ষেত্রের চেহারা নিল শনিবার ।জানা গিয়েছে এদিন সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ একদল যাত্রী হাওড়া স্টেশনের স্পেশাল ট্রেনে উঠতে যাওয়ার জন্য স্টেশনের গেটে পৌঁছয়।সেই সময়ে কর্তব্যরত আর পি এফ ও জি আর পি কর্মীরা তাদের কোভিড সুরক্ষার জন্য সরাতে গেলে প্রথমে বচসা শুরু হয় ।পরে সেই বচসা তুমুল পর্যায়ে পৌঁছলে আর পি এফ কর্মীরা লাঠি উঁচিয়ে স্পেশাল ট্রেনে উঠতে চাওয়া যাত্রীদের দিকে তেড়ে যায় ।এরপরেই উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছয়।
বিক্ষুদ্ধ যাত্রীরা হাওড়া স্টেশনের গেটে ব্যাপক ভাঙচুর করে ও লোকাল ট্রেন চালানোর দাবী জানাতে থাকে ।আর পি এফ কর্মী ও জি আর পির দিকে ইট ও ছোঁড়া হয় ।পরিস্থিতি বেগতিক দেখে প্রচুর পরিমানে রেল পুলিশ ও আর পি এফ মোতায়েন করা হয় ।লাঠি চার্জ করে উত্তেজিত যাত্রীদের হাওড়া স্টেশন চত্বর থেকে সরিয়ে দেওয়া হয় ।যদিও রেল পুলিশ সুত্রে লাঠি চার্জের কথা অস্বীকার করা হয়েছে ।এই ঘটনার জেরে ট্যাক্সি স্টান্ডে ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।