মমতাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে যজ্ঞ কাটোয়ায়

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: ভোট যুদ্ধের কাণ্ডারী ভোটাররাই। সেই ভোটারদের কৃপা লাভের জন্য ঈশ্বরের করুণা প্রাপ্তির আশা করেন না এমন রাজনীতিক মেলা ভার। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যাতে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হন সেই প্রার্থনায় হল হোম যজ্ঞ । বহস্পতিবার পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের নজরুল মঞ্চে মহা-মৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করলেন রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট ।
কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় নজরুল মঞ্চে উপস্থিত থেকে যজ্ঞে অংশগ্রহকারীদের উৎসাহ যোগান । হোম যজ্ঞের মাধ্যমে করোনা ভাইরাস থেকে দেশবাসীর মুক্তির জন্যও ব্রাহ্মণরা ঈশ্বরের কাছে প্রার্থনা রাখলেন । তবে এই যজ্ঞ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কাটোয়ার বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুনঃ বাংলার ভাবি মুখ্যমন্ত্রী হিসেবে দিলীপ ঘোষকেই তুলে ধরলেন মহাদেব ও মাফুজা
সনাতন ব্রাহ্মন ট্রাস্টের সভাপতি অসিত ঘটক বলেন, ‘তাঁরা তৃতীবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। সেই সঙ্গে মমতার দীর্ঘায়ু কামনা সহ দেশ থেকে করোনা ভাইরাস মুক্তির কামনা করেও তারা যজ্ঞ করলেন বলে জানিয়েছেন ।’কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা সহ দেশ থেকে করোনা ভাইরাস মুক্তি কামনায় কাটোয়ায় ব্রাহ্মণ সংগঠনের উদ্যোগে আজ যজ্ঞ করা হল। যজ্ঞে প্রায় ২০০ ব্রাহ্মণ যোগ দিয়েছেন। বাংলার উন্নয়নের স্বার্থে ব্রাহ্মনরাও তৃতীয় বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কে বাংলার মুখ্যমন্ত্রী পদে দেখতে চাইছেন।যজ্ঞে সেই প্রার্থনাও করা হয়েছে।সবাই যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ফের বাংলার মুখ্যমন্ত্রী পদে দেখতে চাইছেন তা যজ্ঞের আয়োজন থেকেই পরিস্কার হয়ে গিয়েছে।”
যদিও পূর্ব বর্ধমান জেলা (গ্রামীন) বিজেপির সভাপতি কৃষ্ণ ঘোষ বলেন, ‘জনগন মুখ ঘুরিয়ে নেওয়ায় এখন ঈশ্বরের করুণা পেতে চাইছে তৃণমূল । কিন্তু তাতে কিছু লাভ হবে না । জনতা জনার্দন এবার বাংলার মসনদে বিজেপির মুখ্যমন্ত্রীকে বসানোর জন্য প্রস্তুত হয়ে রয়েছেন ।’