fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

করোনা আক্রান্তদের ঠাকুর দেখানোর জন্য বাড়িতে বাড়িতে প্রতিমা নিয়ে যাচ্ছে পুজো উদ্যোক্তরা

শ‍্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: করোনা আক্রান্ত হয়ে ঘরবন্দী অনেকে। ফলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আনন্দ মাটি হতে চলেছিল। এইবছর ঠাকুরের মুখ তাঁরা দেখতে পারবেন না বলেই ধরে নিয়েছিলেন। এমত অবস্থায় তাঁদের ঠাকুর দেখাতে উদ্যোগী হলেন উত্তর ২৪ পরগনার পাল্লা দক্ষিণপাড়া পুজো কমিটি। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বনগাঁ মহকুমার সমস্ত করোনা আক্রান্তদের লিস্ট ধরে ধরে তাদের বাড়িতে সুসজ্জিত দুর্গা প্রতিমা নিয়ে হাজির হচ্ছেন। সুযোগ করে দিচ্ছেন প্রতিমা দর্শনের। পাশাপাশি সেইসব পরিবারের হাতে পুজোর প্রসাদ তুলে দেওয়া হচ্ছে।

[আরও পড়ুন- চাকরির দাবিতে নদিয়ার জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের]

পুজো উদ্যোক্তারা জানিয়েছেন যে, এই বছর তাঁদের ৮৫ তম বর্ষ। প্রতিবছর পুজোয় তাঁরা নতুনত্বের ছোঁয়া রাখেন। পাশাপাশি সমাজসেবার কাজ করেন। এবছরের করোনা আবহে করোনা আক্রান্ত রোগী ও তাঁর পরিবারের বাইরে বেরোনো বন্ধ। ফলে ঠাকুর দেখতে পারবেন না তাঁরা। তাই তাঁদের জন্য এমন অভিনব উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি পুজো প্যান্ডেলে আরেকটি ঠাকুর রাখা হয়েছে। সেখানে দর্শনার্থীরা চাইলে স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা দর্শন করতে পারবেন।

 

 

Related Articles

Back to top button
Close